বগুড়ার শেরপুরে ট্রাকের ধাক্কায় দুইজন নিহত, আহত ২১
বগুড়ার শেরপুরে ট্রাকের ধাক্কায় এক পথচারীসহ দুজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ২১ জন। দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছেন।
নওগাঁর চন্ডিপুর ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা খুরশিদ আলম রুবেলকে দুর্নীতি, মাদক চোরাচালান, এবং চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। আদালতে হাজির করা হলে তার রিমান্ডের আবেদন করা হয়।
নওগাঁ সদর উপজেলার ৯নং চন্ডিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খুরশিদ আলম রুবেলকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি আব্দুল মান্নান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলার রাণীনগর উপজেলা থেকে খুরশিদ আলম রুবেলকে আটক করা হয়। জানা গেছে, রুবেল দীর্ঘদিন ধরে স্বজনপ্রীতি, দুর্নীতি, মাদক চোরাচালান এবং চাঁদাবাজির মতো অপরাধমূলক কার্যকলাপে যুক্ত ছিলেন। স্থানীয়রা তার বিরুদ্ধে বৈষম্য ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলে বৈষম্য বিরোধী আন্দোলন গড়ে তুলেছিল। সেই আন্দোলনের পর তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয় এবং আত্মগোপনে চলে যান রুবেল।
অভিযোগ রয়েছে, চেয়ারম্যান পদে থাকাকালীন রুবেল ইউনিয়নের উন্নয়নমূলক কাজে নিজের স্বজনদের দিয়ে কাজ শেষ করিয়ে অর্থ আত্মসাৎ করেন। সরকারি প্রকল্পের তহবিল এবং তুলসীগঙ্গা নদী খননের সরকারি মাটি নিজের নামে বিক্রি করে দখলে রাখেন। ২০২২ সালে গাংজোয়ার উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে বিভিন্ন পদে নিয়োগের মাধ্যমে প্রায় অর্ধকোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলেও অভিযোগ রয়েছে।
এদিকে, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, চেয়ারম্যান রুবেলকে রিমান্ডে জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করা হয়েছে। আশা করা হচ্ছে, রিমান্ডে জিজ্ঞাসাবাদে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে। জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ জানিয়েছে, রুবেলের কারবারে জড়িত সহযোগীদেরও আটকের প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রভাত সময় ২৪
বগুড়ার শেরপুরে ট্রাকের ধাক্কায় এক পথচারীসহ দুজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ২১ জন। দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছেন।
ঢাকায় জুলাই আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ হওয়া এক ব্যক্তির মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় মূলহোতা সিফাত মুন্সিকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। ভুক্তভোগী বাদী হয়ে মামলা দায়েরের পর দ্রুত অভিযানে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।
রাজধানীর মোহাম্মদপুর থেকে নিখোঁজ স্কুলছাত্রী আরাবি ইসলাম সুবাকে নওগাঁয় দেখা গেছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি সেখান থেকে সরে যান। পুলিশ এখনো তাকে উদ্ধার করতে পারেনি।