ক্ষমতায় আসতেই ট্রাম্পের বিরুদ্ধে জাতিসংঘে নালিশ, পানামার প্রতিবাদ
৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর পানামা খাল নিয়ে ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ হয়ে জাতিসংঘে নালিশ জানিয়েছে পানামা।
আমস্টারডামে মাকাবি তেল আবিবের ফুটবল সমর্থকদের ওপর হামলার ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ডাচ রাজা ভিলেম আলেজান্ডার। ইহুদিদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান তিনি। ফুটবল ম্যাচ শেষে ইসরায়েলি ও ফিলিস্তিনপন্থী সমর্থকদের মধ্যে সহিংস সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন এবং ৬২ জন গ্রেপ্তার হন। ডাচ কর্তৃপক্ষ সহিংসতার পুনরাবৃত্তি রোধে প্রতিশ্রুতি দিয়েছে।
নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামে ইউরোপা লীগের ফুটবল ম্যাচ শেষে ইসরায়েলি ক্লাব মাকাবি তেল আবিবের সমর্থকদের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন দেশটির রাজা ভিলেম আলেজান্দার। ইহুদি সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, দেশে ইহুদিদের জন্য নিরাপদ পরিবেশ বজায় রাখতে হবে।
আমস্টারডামে গত বৃহস্পতিবার মাকাবি তেল আবিব এবং অ্যাজাক্স আমস্টারডামের মধ্যে ম্যাচটি শেষে সংঘর্ষের ঘটনা ঘটে, যেখানে ইসরায়েলি সমর্থকদের পাশাপাশি ফিলিস্তিনপন্থীরাও অংশ নেন। পুলিশ জানিয়েছে, মাকাবি তেল আবিব সমর্থকরা একটি দেয়ালে টাঙানো ফিলিস্তিনি পতাকা নামিয়ে তাতে আগুন ধরিয়ে দেন এবং পরে একটি ট্যাক্সিতে হামলা চালান। এই ঘটনায় পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয় এবং তদন্তে ৬২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
হামলার পর ডাচ প্রধানমন্ত্রী এবং আমস্টারডামের মেয়র ফেমকে হালসেমা ঘটনাটির নিন্দা জানিয়ে দায়ীদের বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি দেন। যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন নেতৃবৃন্দও হামলার নিন্দা করেছেন, যেখানে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইহুদি বিরোধী আক্রমণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
ডাচ পুলিশপ্রধান পিয়ার হোলা জানান, আক্রমণকারীরা চোরাগোপ্তা কৌশল প্রয়োগ করায় হামলা এড়ানো সম্ভব হয়নি। তবে নেদারল্যান্ডস কর্তৃপক্ষ এ ধরনের সহিংসতার পুনরাবৃত্তি রোধে যথাযথ ব্যবস্থা নেবে বলে প্রতিশ্রুতি দিয়েছে।
এদিকে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় ফিলিস্তিন পতাকায় আগুন দেওয়ার নিন্দা জানিয়ে ডাচ সরকারের প্রতি নেদারল্যান্ডসে বসবাসরত আরব এবং ফিলিস্তিনিদের সুরক্ষা দেওয়ার আহ্বান জানিয়েছে।
প্রভাত সময় ২৪
৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর পানামা খাল নিয়ে ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ হয়ে জাতিসংঘে নালিশ জানিয়েছে পানামা।
গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় দিনে জাতিসংঘ জানিয়েছে, সোমবার এক দিনে ৯১৫টি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করেছে। এই সংখ্যা দৈনিক লক্ষ্যমাত্রার চেয়ে বেশি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের নির্বাহী আদেশে সই করেছেন। এর ফলে যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া ১৬ লাখ ভারতীয় নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে রয়েছেন।