• 26 May, 2025

নওগাঁয় ভূমি মেলার উদ্বোধন

নওগাঁয় ভূমি মেলার উদ্বোধন

“নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি” প্রতিপাদ্য নিয়ে নওগাঁয় তিনদিনব্যাপী ভূমি মেলা শুরু হয়েছে। আজ রোববার বেলা ১১টায় নওগাঁ সদর উপজেলা ভূমি অফিস চত্বরে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন নওগাঁ জেলা প্রশাসক আব্দুল আউয়াল। নওগাঁ জেলা প্রশাসন ও নওগাঁ সদর উপজেলা ভূমি অফিস এর আয়োজন করে। 

Naogaon Vumi Mela pic (2) - Copy
Naogaon Vumi Mela pic (3)
নওগাঁ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খান সালমান হাবীব এর সভাপতিত্বে নওগাঁ অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সোহেল রানা, সদর উপজেলা নির্বাহী অফিসার ইবনুল আবেদীন বক্তব্য রাখেন। 
Naogaon Vumi Mela pic (4)
Naogaon Vumi Mela pic (5)
মেলায় ভূমি অফিসের তিনটি স্টল অংশ নিয়েছে। যেখানে বিনামূল্যে সেবাগ্রহীতারা নামজারির আবেদন করতে পারবেন। এসময় ভূমি সেবা গ্রহীতাদের মাঝে নামজারি খতিয়ান ও খাস জমির লিজ নবায়ন রশিদ প্রদান করা হয়। 
এর আগে বেলুন ও ফেস্টুন উড়িয়ে ভূমি সেবার উদ্বোধন করেন জেলা প্রশাসক।