ডেঙ্গু পরিস্থিতি নিয়ে দেশে ফের উদ্বেগের সঞ্চার হয়েছে। রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পেয়েছে এবং গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, সারাদেশে নতুন করে ১,২০৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি নভেম্বর মাসের প্রথম সাত দিনেই মোট ৪০ জন ডেঙ্গুর কারণে প্রাণ হারিয়েছেন, যা পরিস্থিতির ভয়াবহতা আরও স্পষ্ট করছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, এ বছর ডেঙ্গুতে মোট ৩৩৭ জন মারা গেছেন। গত অক্টোবরে মৃত্যু হয়েছে ১৩৪ জনের, এবং ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা চলতি বছরে দাঁড়িয়েছে ৬৯ হাজার ৪৫৬ জনে। এই বিপুল সংখ্যক আক্রান্তদের মধ্যে নারীদের মৃত্যু হার বেশি হলেও পুরুষদের আক্রান্তের সংখ্যা বেশি।
ঢাকার হাসপাতালগুলোতে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত ৪০৬ জন চিকিৎসাধীন রয়েছেন। এর বাইরেও ঢাকা বিভাগের বিভিন্ন অঞ্চলে ২২৭ জন, চট্টগ্রাম বিভাগে ১৬০ জন, বরিশালে ১৩৮ জন, খুলনায় ১৩৭ জন, রাজশাহীতে ৭১ জন, ময়মনসিংহে ৪০ জন, রংপুরে ২৬ জন এবং সিলেটে ৪ জন ভর্তি হয়েছেন। দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বৃহস্পতিবার সকাল পর্যন্ত চার হাজার ৩২৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরের ডেঙ্গু পরিস্থিতি রোধে সাধারণ জনগণকে সতর্ক থাকার পাশাপাশি এডিস মশা দমনে পরিষ্কার-পরিচ্ছন্নতার উপর গুরুত্ব আরোপ করতে হবে। একইসঙ্গে সচেতনতা বাড়াতে বিভিন্ন প্রচারণামূলক কর্মসূচি গ্রহণের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
গত বছর ডেঙ্গুতে ১,৭০৫ জনের মৃত্যু হয়েছিল এবং আক্রান্ত হয়েছিলেন প্রায় তিন লাখ ২১ হাজার ১৭৯ জন। তাই স্বাস্থ্য অধিদপ্তর এবারের পরিস্থিতি মোকাবিলায় বিশেষ সতর্কতা অবলম্বন করছে এবং সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।