ঢাকা বিমানবন্দরে ৩১ বোতল বিদেশি মদ ও ক্রিম উদ্ধার
ঢাকা বিমানবন্দরে ডগ স্কোয়াডের মাধ্যমে ৩১ বোতল বিদেশি মদ ও ৩ কেজি গোরি ক্রিম উদ্ধার করা হয়েছে। মালিক অজ্ঞাত থাকায় মালামাল কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে।
চিকিৎসকদের ভাতা বৃদ্ধির দাবিতে শাহবাগ অবরোধে জনজীবন অচল হয়ে পড়েছে। পথচারী ও যাত্রীরা ঘণ্টার পর ঘণ্টা আটকা পড়ে ক্ষোভ প্রকাশ করেছেন। আন্দোলনের কারণে জরুরি সেবা বিঘ্নিত হওয়ায় সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।
চিকিৎসকদের ভাতা বৃদ্ধির দাবিতে শাহবাগ মোড়ে দিনের পর দিন আন্দোলনের কারণে পথচারী ও সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। গুরুত্বপূর্ণ এই এলাকায় যান চলাচল বন্ধ থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন পথচারী ও যাত্রীরা।
রোববার (২২ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে শাহবাগ এলাকায় দেখা যায়, আন্দোলনের কারণে যানবাহনের দীর্ঘ সারি এবং অসংখ্য মানুষ আটকা পড়েছেন। এ সময় পথচারীদের সঙ্গে আন্দোলনকারীদের তর্ক-বিতর্ক ও বাগবিতণ্ডা হয়। পথচারী আমিনুল ইসলাম বলেন, “দুপুর থেকে মোটরসাইকেল নিয়ে একই জায়গায় বসে আছি। চাকরির ইন্টারভিউ মিস করেছি। সব দিক ব্লক করা। এটা কোনো রাষ্ট্রীয় বড় আন্দোলন নয়, তাহলে শাহবাগ সারাদিন অবরুদ্ধ থাকবে কেন?” একইভাবে উবার চালক ওমর ফারুক জানান, “আন্দোলনের কারণে সারাদিন কোনো যাত্রী পাইনি। বাসায় খালি হাতে ফিরতে হবে। এখন আমাদের পেটের দায়ে কি আন্দোলনে নামতে হবে?”
পথচারীদের অভিযোগ, এই আন্দোলনের ফলে অ্যাম্বুলেন্স ও জরুরি সেবা প্রদানকারী যানবাহনও আটকে রয়েছে। তারা আন্দোলনকারীদের উদ্দেশে প্রশ্ন তুলেছেন, “আপনারা দাবি আদায়ের জন্য মানুষকে কেন ঘণ্টার পর ঘণ্টা জিম্মি করবেন?” চিকিৎসকদের দাবির প্রতি সহমর্মিতা প্রকাশ করলেও, পথচারীরা বলছেন, জনজীবনকে জিম্মি না করেই দাবি আদায়ের জন্য আরও কার্যকর ও জনবান্ধব উপায় খুঁজে বের করা উচিত।
প্রভাত সময় ২৪
ঢাকা বিমানবন্দরে ডগ স্কোয়াডের মাধ্যমে ৩১ বোতল বিদেশি মদ ও ৩ কেজি গোরি ক্রিম উদ্ধার করা হয়েছে। মালিক অজ্ঞাত থাকায় মালামাল কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে।
ম্যাটস শিক্ষার্থীরা শাহবাগে সড়ক অবরোধ করে তাদের ৪ দফা দাবিতে বিক্ষোভ করেছেন। তাদের দাবিগুলোর মধ্যে নিয়োগ, ইন্টার্নশিপ চালু, কোর্স কারিকুলাম সংশোধন এবং উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টির আহ্বান জানানো হয়েছে।
গাজীপুরের কোনাবাড়ীতে একটি ঝুটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাত ৯টার দিকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।