বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ছাত্রদলকে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ব্যাহত না হওয়ার বিষয়ে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। বুধবার (১ জানুয়ারি) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অডিটরিয়ামে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়াল বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, “শিক্ষার্থীরা মেধাভিত্তিক রাষ্ট্রগঠনের প্রধান হাতিয়ার। ছাত্রদলকে নিশ্চিত করতে হবে যেন কোনো হঠকারী সিদ্ধান্ত বা ষড়যন্ত্র গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ক্ষুণ্ন না করে।”
নির্বাচন ও সংস্কার প্রসঙ্গে তার বক্তব্য ছিল, “গুণগত পরিবর্তনের জন্য রাষ্ট্রে নির্বাচন ও সংস্কার দুটিই প্রয়োজন। তবে সংস্কারের আড়ালে জনগণের দুর্দশা বাড়লে সরকারকে তার দায় নিতে হবে।” তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের স্পিরিট নষ্ট করতে ষড়যন্ত্রকারীরা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।
ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঞ্চালনায় এবং সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপনসহ শীর্ষ নেতারা বক্তব্য দেন।