• 22 May, 2025

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী মার্কিন ব্যবসায়ী গোষ্ঠী

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী মার্কিন ব্যবসায়ী গোষ্ঠী

যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় বিনিয়োগকারী জেন্ট্রি বিচ বাংলাদেশে বিনিয়োগের পরিকল্পনা ঘোষণা করেছেন। তিনি জ্বালানি, অর্থনীতি, সামাজিক আবাসন, অ্যারোস্পেস ও প্রতিরক্ষা খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে তিনি বাংলাদেশের উন্নয়ন ও বিনিয়োগবান্ধব পরিবেশের প্রশংসা করেন।

বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণের পরিকল্পনা নিয়েছে মার্কিন ব্যবসায়ী গোষ্ঠী। যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় বিনিয়োগকারী ও হাইগ্রাউন্ড হোল্ডিংসের সিইও জেন্ট্রি বিচ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠককালে এ আগ্রহের কথা জানান।

জেন্ট্রি বিচ বলেন, তার প্রতিষ্ঠান ইতোমধ্যে বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ করেছে এবং ভবিষ্যতে জ্বালানি, অর্থনীতি, সামাজিক আবাসন, অ্যারোস্পেস ও প্রতিরক্ষা খাতে বিনিয়োগ সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, "বাংলাদেশ এখন ব্যবসার জন্য প্রস্তুত। আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে এবং স্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে। আমরা এখানে থাকতে পেরে উচ্ছ্বসিত।"

প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেন, “গুরুত্বপূর্ণ এ সময়ে আপনাকে বাংলাদেশে বিনিয়োগের জন্য স্বাগত জানাচ্ছি। অন্তর্বর্তী সরকার বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে নীতিগত সংস্কার বাস্তবায়ন করছে।” তিনি আরও বলেন, বাংলাদেশের গভীর ও অগভীর সমুদ্রে গ্যাস অনুসন্ধানসহ বিভিন্ন খাতে আরও মার্কিন বিনিয়োগ প্রয়োজন।

জেন্ট্রি বিচ বলেন, মার্কিন বিনিয়োগের ফলে বাংলাদেশের শ্রম বাজার আরও প্রসারিত হবে এবং শ্রমিকদের মজুরি বৃদ্ধি পাবে। তিনি আফ্রিকায় বিনিয়োগ করেছেন এবং পাকিস্তানেও বিনিয়োগ সম্প্রসারণের পরিকল্পনার কথা জানান। বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মূখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ।

নিউজ ডেস্ক

প্রভাত সময় ২৪