মাছ চুরির মামলায় কুড়িগ্রামে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
কুড়িগ্রামের রাজিবপুরে চাঁদাবাজি ও মাছ চুরির মামলায় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হারুনর রশীদ ওরফে সামানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ড. মিজানুর রহমান আজহারীর মাহফিল উপলক্ষে পটুয়াখালীতে মানুষের ভিড় বেড়েছে। দূর-দূরান্ত থেকে আসা মানুষের কারণে হোটেলগুলোতে কোনো ফাঁকা কক্ষ নেই। শনিবার মাহফিল অনুষ্ঠিত হবে।
ড. মিজানুর রহমান আজহারীর আগমন উপলক্ষে পটুয়াখালীতে বিপুল উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। তার মাহফিলে অংশ নিতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত মানুষের ভিড়ে শহরজুড়ে এক ভিন্ন রকম আবহ তৈরি হয়েছে। এতে আবাসিক হোটেলগুলোতে বেড়েছে চাহিদা, তবে কোনো কক্ষ খালি নেই বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
শুক্রবার (২৪ জানুয়ারি) সরেজমিনে দেখা যায়, দূর-দূরান্ত থেকে আগত মানুষের কারণে শহরের প্রতিটি হোটেল, বাসাবাড়ি এবং বাজারে ভিড় লেগে আছে। পটুয়াখালী হোটেল পার্কের ম্যানেজার আল আমিন জানান, “শুক্রবার দুপুর নাগাদ কোনো রুম খালি নেই। শহরের অন্যান্য হোটেলেও একই অবস্থা।” শহরের বাজারগুলোতেও ভিড় বেড়েছে। বিশেষ করে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও কাঁচাবাজারে ক্রেতাদের উপস্থিতি অন্যান্য সময়ের তুলনায় কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে।
বাজার করতে আসা ক্রেতা সেলিম বলেন, “মাহফিল উপলক্ষে ১৫ জন অতিথি আমাদের বাড়িতে এসেছেন। তাদের খাবারের জন্য বাড়তি কেনাকাটা করতে হচ্ছে।” মাহফিলের আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার (২৫ জানুয়ারি) মাহফিল অনুষ্ঠিত হবে। এতে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি আশা করা হচ্ছে এবং সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
প্রভাত সময় ২৪
কুড়িগ্রামের রাজিবপুরে চাঁদাবাজি ও মাছ চুরির মামলায় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হারুনর রশীদ ওরফে সামানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রকাশ্যে দেশীয় অস্ত্র হাতে ত্রাস সৃষ্টি করা ঠাকুরগাঁওয়ের জ্যোতিকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর শুক্রবার (৩১ জানুয়ারি) রাতে তাকে আটক করা হয়।
ফেনীতে পল্লী বিদ্যুতের নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ২০ ভুয়া পরীক্ষার্থী ধরা পড়েছে। পরীক্ষার চারটি কেন্দ্র থেকে তাদের আটক করা হয় এবং পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।