বগুড়ার শেরপুরে ট্রাকের ধাক্কায় দুইজন নিহত, আহত ২১
বগুড়ার শেরপুরে ট্রাকের ধাক্কায় এক পথচারীসহ দুজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ২১ জন। দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছেন।
লক্ষ্মীপুরে সদর উপজেলার কাজিরদীঘির পাড় এলাকায় শুক্রবার রাতে হিরালাল দেবনাথ নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে দুর্বৃত্তরা ছুরিকাঘাতে হত্যা করেছে। দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে এ হামলার শিকার হন তিনি। পুলিশ ঘটনা তদন্তে নেমেছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।
লক্ষ্মীপুর সদর উপজেলার কাজিরদীঘির পাড় এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে হিরালাল দেবনাথ (৫৫) নামে এক স্বর্ণ ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার রাত ৯টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত হিরালাল দেবনাথ উপজেলার উত্তর হামছাদীর কাজিরদিঘীরপাড় এলাকার বাসিন্দা এবং কাজিরদিঘীরপাড় বাজারে ‘মাতৃশিল্পালয়’ নামক জুয়েলারি ব্যবসার সাথে যুক্ত ছিলেন।
জানা যায়, রাতে দোকান বন্ধ করে মোটরসাইকেলে ছেলে প্রীতম দেবনাথকে সাথে নিয়ে বাড়ি ফেরার পথে, বাড়ির পাশে ছেলেকে নামিয়ে সামনের দিকে যাওয়ার সময় দুর্বৃত্তরা ওঁৎ পেতে থাকা অবস্থায় তাকে ছুরিকাঘাত করে। তার চিৎকারে ছেলে এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। গুরুতর আহত হিরালালকে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. কমলাশীষ জানিয়েছেন, প্রচুর রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে এবং বুকে দুটি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মোন্নাফ বলেন, “এই হত্যাকাণ্ডের পেছনে পারিবারিক বা ব্যবসায়িক কোনো দ্বন্দ্ব আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে অভিযান চলছে।”
হিরালালের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রভাত সময় ২৪
বগুড়ার শেরপুরে ট্রাকের ধাক্কায় এক পথচারীসহ দুজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ২১ জন। দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছেন।
ঢাকায় জুলাই আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ হওয়া এক ব্যক্তির মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় মূলহোতা সিফাত মুন্সিকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। ভুক্তভোগী বাদী হয়ে মামলা দায়েরের পর দ্রুত অভিযানে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।
রাজধানীর মোহাম্মদপুর থেকে নিখোঁজ স্কুলছাত্রী আরাবি ইসলাম সুবাকে নওগাঁয় দেখা গেছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি সেখান থেকে সরে যান। পুলিশ এখনো তাকে উদ্ধার করতে পারেনি।