• 02 Feb, 2025

বিশ্ব ইজতেমায় যৌতুকবিহীন ৬৩ বিয়ে সম্পন্ন

বিশ্ব ইজতেমায় যৌতুকবিহীন ৬৩ বিয়ে সম্পন্ন

বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিনে বাদ আসর ৬৩টি যৌতুকবিহীন বিয়ে সম্পন্ন হয়েছে। ভারতের মাওলানা যুহাইরুল হাসান বিয়েগুলো পড়ান এবং নবদম্পতিদের জন্য দোয়া করেন।

বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিনে যৌতুকবিহীন ৬৩টি বিয়ে সম্পন্ন হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) বাদ আসর টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমার মূল বয়ান মঞ্চে এই বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয়। ভারতের বিশিষ্ট আলেম মাওলানা যুহাইরুল হাসান বিয়েগুলো পরিচালনা করেন। তাবলিগ জামাতের শূরায়ে নেজামের (জুবায়ের অনুসারী) মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন।

বিয়ে সম্পন্ন হওয়ার পর মাওলানা যুহাইরুল হাসান নবদম্পতিদের জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন এবং তাদের সুখী দাম্পত্য জীবনের জন্য দোয়া করেন। রোববার (২ ফেব্রুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষ হবে।

নিউজ ডেস্ক

প্রভাত সময় ২৪