হতাশ হলে এত দিনে গলায় দড়ি দিয়ে মরে যেতাম : তাসকিন আহমেদ
তাসকিন আহমেদ জানিয়েছেন, পিএসএলে দল না পাওয়ায় তিনি হতাশ নন। দেশের জন্য সেবা করাকেই তিনি সর্বোচ্চ গুরুত্ব দেন।
স্পেনের তরুণ ফুটবলার লামিনে ইয়ামাল ‘গোল্ডেন বয়’ পুরস্কার জিতে ইতিহাস গড়েছেন। ১৭ বছর বয়সে এই পুরস্কার জিতে ইউরোপের ক্রীড়াজগতে নিজের দক্ষতা প্রমাণ করেছেন তিনি।
বিশ্ব ফুটবলের এক উজ্জ্বল তারকা হিসেবে আবির্ভূত হয়েছেন স্পেনের তরুণ ফুটবলার লামিনে ইয়ামাল। একের পর এক রেকর্ড গড়া এই ফুটবলার এবার পেলেন ‘গোল্ডেন বয়’ পুরস্কার। মাত্র ১৭ বছর ৪ মাস বয়সে এই সম্মাননা অর্জন করে ইতিহাস গড়েছেন বার্সেলোনার এই উদীয়মান প্রতিভা।
ইতালির ক্রীড়া সংবাদমাধ্যম টাট্টোস্পোর্ট প্রতিবছর ‘গোল্ডেন বয়’ পুরস্কার প্রদান করে। ইউরোপের শীর্ষস্থানীয় ক্রীড়া সাংবাদিকরা যৌথভাবে ভোট দিয়ে ২১ বছরের কমবয়সী ফুটবলারদের মধ্যে এ পুরস্কারের বিজয়ী নির্বাচন করেন। তবে এবারই প্রথম কোনো ফুটবলার এত কম বয়সে এই সম্মান অর্জন করলেন।
ইয়ামালের সঙ্গে এ প্রতিযোগিতায় ছিলেন আলেহান্দ্রো গারনাচো, পাউ কুবারসি, কোবি মাইনু, স্যাবিনিও, এনদ্রিক এবং আর্দা গুলের। কিন্তু ৪৮৮ পয়েন্ট পেয়ে ইয়ামাল সবাইকে পেছনে ফেলেছেন। উল্লেখযোগ্য সংবাদমাধ্যম যেমন জার্মানির বিল্ড, স্পেনের মার্কা ও মুন্দো দেপোর্তিভো, ইংল্যান্ডের দ্য টাইমস, ফ্রান্সের লেকিপ, পর্তুগালের এ বোলা, এবং সুইজারল্যান্ডের ব্লিক এই পুরস্কার প্রদানে ভোট প্রদান করেছে।
পূর্বে এই সম্মান অর্জন করেছিলেন জুড বেলিংহ্যাম, যিনি বর্তমানে রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার হিসেবে খেলছেন।
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে অবদান
২০২৩ সালে স্পেনের হয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন লামিনে ইয়ামাল। টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করে তিনি সবচেয়ে কমবয়সী খেলোয়াড় হিসেবে ইউরোর ফাইনাল খেলেন। সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে গোল করেন, যা তার ফুটবল প্রতিভার অনন্য সাক্ষ্য বহন করে।
এই পুরস্কার ইয়ামালের ফুটবল ক্যারিয়ারের এক উল্লেখযোগ্য মাইলফলক, যা তাকে ভবিষ্যতে আরও অনুপ্রাণিত করবে।
প্রভাত সময় ২৪
তাসকিন আহমেদ জানিয়েছেন, পিএসএলে দল না পাওয়ায় তিনি হতাশ নন। দেশের জন্য সেবা করাকেই তিনি সর্বোচ্চ গুরুত্ব দেন।
মেলবোর্ন টেস্টে কোহলির সঙ্গে স্যাম কনস্টাসের শারীরিক সংঘর্ষ ও অস্ট্রেলিয়ান গণমাধ্যমের সমালোচনামূলক কার্টুন ভারতে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। সাবেক ক্রিকেটার এবং ভক্তরা এই ঘটনায় অস্ট্রেলিয়ার আচরণকে নিন্দা জানিয়েছেন।
যুব এশিয়া কাপের ফাইনালে ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। দুই দলের উত্তেজনাপূর্ণ লড়াইয়ের মাধ্যমে নির্ধারণ হবে চ্যাম্পিয়ন। শিরোপা ধরে রাখতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে প্রস্তুত যুব টাইগাররা।