• 23 Jan, 2025

দুই শিক্ষার্থী হত্যার বিচারের দাবিতে রামপুরা ব্রিজে শিক্ষার্থীদের বিক্ষোভ

দুই শিক্ষার্থী হত্যার বিচারের দাবিতে রামপুরা ব্রিজে শিক্ষার্থীদের বিক্ষোভ

দুই শিক্ষার্থী হত্যার বিচারের দাবিতে রামপুরা ব্রিজে বিক্ষোভ করেছে ইস্ট ওয়েস্ট ও আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। তাঁরা হত্যার দ্রুত বিচার ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন।

রাজধানীর রামপুরা ব্রিজে দুই শিক্ষার্থী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ করেছেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ও আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। বুধবার (১৮ ডিসেম্বর) বিকেল চারটার পর সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে তাঁরা সড়কে অবস্থান নেন, যার ফলে ব্রিজের পূর্ব পাশের দুই লেন বন্ধ হয়ে যায়। মাবেশে শিক্ষার্থীরা রাতেও মশাল মিছিল করার ঘোষণা দিয়েছেন। তাঁদের দাবি, দুই হত্যাকাণ্ডের দ্রুত বিচার এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

চলতি মাসের ১২ ডিসেম্বর ভোরে গাজীপুরের কালিয়াকৈরে দুর্বৃত্তদের হাতে খুন হন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী তাজবির হোসেন শিহান। একই দিনে নারায়ণগঞ্জে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত হন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী মোহাম্মদ সীমান্ত। দুই দিন পর, ১৪ ডিসেম্বর, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সীমান্তের মৃত্যু হয়।

শিক্ষার্থীদের অভিযোগ, সারা দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতা রয়েছে। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী নাজিফ জান্নাত বলেন, “শিক্ষার্থীদের নিরাপত্তা নেই। তুলে নেওয়ার হুমকি আসছে। আমাদের দাবিগুলো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।” শিক্ষার্থীরা হত্যার দ্রুত বিচার নিশ্চিত করার পাশাপাশি সারাদেশে শিক্ষার্থীদের জন্য নিরাপদ পরিবেশের দাবি জানিয়েছেন।

নিউজ ডেস্ক

প্রভাত সময় ২৪