বগুড়ার শেরপুরে ট্রাকের ধাক্কায় দুইজন নিহত, আহত ২১
বগুড়ার শেরপুরে ট্রাকের ধাক্কায় এক পথচারীসহ দুজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ২১ জন। দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছেন।
কুষ্টিয়ার দৌলতপুরে নির্মাণাধীন এলজিইডি সেতুর শ্রমিকদের অস্থায়ী ঘরে দুর্বৃত্তরা বোমা হামলা চালিয়েছে। এতে চার-পাঁচটি বোমার বিস্ফোরণ ঘটে এবং শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি তাজা বোমা উদ্ধার করেছে।
কুষ্টিয়ার দৌলতপুরে নির্মাণাধীন সেতুর শ্রমিকদের অস্থায়ী ঘরে দুর্বৃত্তদের বোমা হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (৩১ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের তেকালা এলাকায় এ ঘটনা ঘটে। বোমার বিকট শব্দে শ্রমিক ও এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) তত্ত্বাবধানে মাথাভাঙ্গা নদীর উপর তেকালা-বেতবাড়িয়া সেতুর নির্মাণকাজ চলছে। নির্মাণ শ্রমিকরা অস্থায়ী ছাউনিতে রাত্রিযাপন করেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রাত ২টার দিকে দুর্বৃত্তরা সেখানে পাঁচ-ছয়টি হাতবোমা নিক্ষেপ করে। চার-পাঁচটি বোমা বিস্ফোরিত হলে ঘটনাস্থলে আতঙ্ক সৃষ্টি হয়। এলাকাবাসী ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একটি অবিস্ফোরিত বোমা উদ্ধার করে।
স্থানীয় বাসিন্দা ও পল্লী চিকিৎসক আকরাম হোসেন জানান, “বিস্ফোরণের বিকট শব্দে ঘুম ভেঙে যায়। পরে জানতে পারি, নির্মাণ শ্রমিকদের ঘরে বোমা হামলা হয়েছে। তবে হামলার কারণ সম্পর্কে কিছুই বুঝতে পারছি না।” তেকালা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আনিস বলেন, "প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চাঁদা আদায়ের জন্য আতঙ্ক সৃষ্টি করতেই এই হামলা চালানো হয়েছে। নির্মাণ শ্রমিকদের থাকার অস্থায়ী ঘরের টিনের বেড়ায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। দুর্বৃত্তদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।"
সেতু নির্মাণের ঠিকাদারি প্রতিষ্ঠান ওয়াটার ব্লাস্ট লিমিটেডের সাইট ইঞ্জিনিয়ার রুহুল আমিন জানান, “গত দুই মাস ধরে কাজ চললেও কোনো বাধার সম্মুখীন হতে হয়নি। হঠাৎ এমন হামলার কারণ আমাদের বোধগম্য নয়।” প্রসঙ্গত, এলজিইডি প্রায় ১৮ কোটি টাকা ব্যয়ে দৌলতপুর ও মেহেরপুরের গাংনী উপজেলার সংযোগকারী তেকালা-বেতবাড়িয়া সেতুর নির্মাণকাজ বাস্তবায়ন করছে। এ ঘটনার পর নির্মাণ শ্রমিকদের নিরাপত্তা জোরদারের দাবি উঠেছে।
প্রভাত সময় ২৪
বগুড়ার শেরপুরে ট্রাকের ধাক্কায় এক পথচারীসহ দুজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ২১ জন। দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছেন।
ঢাকায় জুলাই আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ হওয়া এক ব্যক্তির মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় মূলহোতা সিফাত মুন্সিকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। ভুক্তভোগী বাদী হয়ে মামলা দায়েরের পর দ্রুত অভিযানে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।
রাজধানীর মোহাম্মদপুর থেকে নিখোঁজ স্কুলছাত্রী আরাবি ইসলাম সুবাকে নওগাঁয় দেখা গেছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি সেখান থেকে সরে যান। পুলিশ এখনো তাকে উদ্ধার করতে পারেনি।