আশুলিয়ায় ছাত্র আন্দোলনে নিহত ৪ জনের লাশ উত্তোলন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে নিহত চারজনের লাশ আদালতের নির্দেশে উত্তোলন করা হয়েছে। ময়নাতদন্ত ও পরিচয় শনাক্তের জন্য এই প্রক্রিয়া সম্পন্ন হয়।
অমর একুশে বইমেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থাপিত ডাস্টবিনে ময়লা ফেললেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, যা সামাজিক মাধ্যমে আলোচনা সৃষ্টি করেছে।
অমর একুশে বইমেলা-২০২৫ উপলক্ষে বাংলা একাডেমি চত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটি বিশেষ ডাস্টবিন স্থাপন করেছে, যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সংযুক্ত রয়েছে।
শনিবার (১ ফেব্রুয়ারি) বইমেলার প্রথম দিনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ওই ডাস্টবিনে ময়লা ফেলেন। পরে তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে এই মুহূর্তের পাঁচটি ছবি পোস্ট করে লেখেন, ‘শনিবার বাংলা একাডেমিতে একুশে বইমেলার প্রথম দিনে বিনে জঞ্জাল নিক্ষেপ।’
এদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তাদের অফিশিয়াল ফেসবুক পেজে ডাস্টবিনটির একটি ছবি শেয়ার করে জানায়, ‘আজ থেকে শুরু হয়েছে মাসব্যাপী অমর একুশে বইমেলা-২০২৫। বইমেলায় আগতদের উদ্দেশে অনুরোধ, আপনার হাতের অপ্রয়োজনীয় ময়লা-আবর্জনা ডাস্টবিনে ফেলুন এবং মেলার পরিবেশ পরিষ্কার রাখুন।’ এই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে এবং নানামুখী প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।
প্রভাত সময় ২৪
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে নিহত চারজনের লাশ আদালতের নির্দেশে উত্তোলন করা হয়েছে। ময়নাতদন্ত ও পরিচয় শনাক্তের জন্য এই প্রক্রিয়া সম্পন্ন হয়।
বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিনে বাদ আসর ৬৩টি যৌতুকবিহীন বিয়ে সম্পন্ন হয়েছে। ভারতের মাওলানা যুহাইরুল হাসান বিয়েগুলো পড়ান এবং নবদম্পতিদের জন্য দোয়া করেন।
ঢাকার বনশ্রীতে আয়না নুর ইসলাম (৪) নামে এক শিশুকে হত্যার অভিযোগে তার মাকে আটক করেছে পুলিশ। শিশুটির শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মা মাদকাসক্ত ছিলেন বলে জানিয়েছে পরিবার।