আগামী জুন মাসের মধ্যে মূল্যস্ফীতি কমার ক্ষেত্রে বড় অগ্রগতি হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। তিনি বলেন, ‘‘মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পদক্ষেপগুলো কার্যকর হচ্ছে না বলে সমালোচনা রয়েছে, তবে বাস্তবে তা কার্যকর হচ্ছে। উন্নত দেশগুলোতেও এসব পদক্ষেপের সুফল পেতে ১০ থেকে ১২ মাস সময় লাগে।’’
বুধবার (২৯ জানুয়ারি) রাজধানীতে অনুষ্ঠিত ‘ডিজিটাল লেনদেনের চ্যালেঞ্জ ও সম্ভাবনা : প্রেক্ষিত ভ্যাট বৃদ্ধি’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে গভর্নর এসব কথা বলেন। এতে বিশেষ অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। গভর্নর আরও বলেন, রাজস্ব বৃদ্ধির জন্য কর প্রশাসনের সংস্কার প্রয়োজন, যা সম্পূর্ণ করতে তিন থেকে চার বছর সময় লাগবে। বর্তমান সরকার এই সংস্কারের কাজ শুরু করতে পারবে, তবে তা শেষ করা সম্ভব হবে না বলে তিনি মন্তব্য করেন।
ডিজিটাল লেনদেন প্রসঙ্গে তিনি বলেন, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ও ইন্টারনেট ব্যাংকিংকে জনপ্রিয় করতে স্মার্টফোনের দাম কমাতে হবে। এর ব্যবহার বাড়লে রাজস্বও বাড়বে। কর প্রশাসন ও করনীতি আলাদা করার উদ্যোগকে স্বাগত জানিয়ে গভর্নর বলেন, ‘‘এটি বাস্তবায়ন হলে সারা বছর কর নীতির উন্নয়নে কাজ করা সম্ভব হবে।’’ পাশাপাশি, অনলাইনে কর ও শুল্ক প্রদানের ব্যবস্থা চালু করার পরামর্শ দেন তিনি, যা রাজস্ব খাতে দুর্নীতি কমাতে সহায়ক হবে বলে মনে করেন।