• 23 Jan, 2025

লাখ টাকা ঋণের প্রলোভনে শাহবাগে লোক জড়ো করার অপচেষ্টা, পুলিশ ও ছাত্রজনতার হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে

লাখ টাকা ঋণের প্রলোভনে শাহবাগে লোক জড়ো করার অপচেষ্টা, পুলিশ ও ছাত্রজনতার হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে

‘অহিংস গণ–অভ্যুত্থান বাংলাদেশ’ নামে একটি সংগঠন লাখ টাকা ঋণের প্রতিশ্রুতি দিয়ে শাহবাগে লোক জড়ো করার চেষ্টা করে। রোববার রাত থেকে ঢাকায় লোকজন আসতে শুরু করেন। সোমবার সকালে পুলিশ ও শিক্ষার্থীদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পুলিশ জানায়, এ জমায়েতের অনুমতি ছিল না, এটি মিথ্যা প্রলোভন।

FB_IMG_1732519521057
শাহবাগে আসা বাস

রাজধানীর শাহবাগে লাখ টাকা ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সাধারণ মানুষের জমায়েত ঘটানোর চেষ্টা করেছে ‘অহিংস গণ–অভ্যুত্থান বাংলাদেশ’ নামে একটি সংগঠন। প্রলোভনে পড়ে সারা দেশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষ রোববার (২৪ নভেম্বর) রাত থেকেই ঢাকায় আসতে শুরু করেন। পুলিশের হস্তক্ষেপে এবং শিক্ষার্থীদের সহায়তায় এই প্রচেষ্টা ব্যর্থ হয়।

প্রলোভনে পড়া লোকজনের ভাষ্যমতে, ‘অহিংস গণ–অভ্যুত্থান বাংলাদেশ’ নামের সংগঠনটি দাবি করে, বিদেশে পাচার হওয়া অর্থ উদ্ধার করে তা সাধারণ মানুষের মাঝে বিতরণ করা হবে। যারা শাহবাগে সমবেত হবেন, তাদের এক লাখ টাকা ঋণ দেওয়া হবে। এ উদ্দেশ্যে অনেকের কাছ থেকে রেজিস্ট্রেশন ফি হিসেবে এক হাজার টাকা নেওয়া হয়। রোববার রাত ১টার পর থেকেই বাস, মাইক্রোবাস ও পিকআপভর্তি লোকজন শাহবাগ এলাকায় পৌঁছাতে শুরু করেন। সোমবার ভোরের দিকে শাহবাগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রচণ্ড যানজট দেখা দেয়। যানজটের ফলে অফিসগামী মানুষ ও শিক্ষার্থীদের ভোগান্তিতে পড়তে হয়।

FB_IMG_1732519516870
পুলিশ ও ছাত্রজনতার হস্তক্ষেপে শাহবাগের পরিস্থিতি নিয়ন্ত্রণে

সকাল ৭টার দিকে শাহবাগ থানা-পুলিশ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত জনসাধারণকে বুঝিয়ে এলাকা ছাড়তে বলেন। পুলিশ ও শিক্ষার্থীদের বোঝানোর পর অধিকাংশ মানুষ নিজ নিজ এলাকায় ফিরে যান। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন শাহিন জানান, “অহিংস গণ–অভ্যুত্থান বাংলাদেশ নামের সংগঠনটি শাহবাগে জমায়েতের অনুমতি চেয়েছিল। পুলিশ তাদের অনুমতি দেয়নি। তবে তারা মিথ্যা প্রলোভন দেখিয়ে গ্রামের সাধারণ মানুষকে এখানে নিয়ে আসে। বিষয়টি জানার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে জমায়েত ঠেকায়।”

পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, প্রলোভনে পড়া অধিকাংশ মানুষ জানতেন না, শাহবাগে তাদের জমায়েতের উদ্দেশ্য কী। কেবল এক লাখ টাকা ঋণের আশায় তারা এসেছেন। এমন কিছু ব্যক্তিও পাওয়া যায়, যারা রেজিস্ট্রেশন ফি বাবদ এক হাজার টাকা দিয়েছেন।

বাসে আসা এক ব্যক্তির ভাষ্যমতে, “আমাদের বলা হয়েছিল, বিদেশে পাচার হওয়া টাকা ফেরত এনে প্রত্যেককে ঋণ দেওয়া হবে। তাই আমরা এসেছি। কিন্তু এখানে এসে কিছুই বুঝতে পারছি না।”

FB_IMG_1732519507388
লাখ টাকা ঋণের প্রলোভনে শাহবাগে লোক জড়ো করার অপচেষ্টা

সকাল ১০টার দিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক হয়। তবে এ ঘটনার পর সাধারণ মানুষকে কোনো ধরনের প্রলোভনে পা না দেওয়ার জন্য সতর্ক করেছে পুলিশ।

বিশ্লেষকরা বলছেন, এ ধরনের মিথ্যা প্রচারণা দেশের নিরাপত্তা ও জনজীবনের জন্য ক্ষতিকর। তারা মনে করেন, সরকার ও প্রশাসনের উচিত এ ধরনের অপপ্রচার বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়া।

নিউজ ডেস্ক

প্রভাত সময় ২৪