বগুড়ার শেরপুরে ট্রাকের ধাক্কায় দুইজন নিহত, আহত ২১
বগুড়ার শেরপুরে ট্রাকের ধাক্কায় এক পথচারীসহ দুজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ২১ জন। দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছেন।
নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে একজন বর্তমান ইউপি সদস্য ও একজন সাবেক নারী ইউপি সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন। দীর্ঘদিনের গোষ্ঠীগত বিরোধের জেরে শনিবার সকালে মেথিকান্দা এলাকায় এ সংঘর্ষ ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে।
নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে একজন বর্তমান ইউপি সদস্য ও একজন সাবেক নারী ইউপি সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। শনিবার (৭ ডিসেম্বর) সকালে রায়পুরা উপজেলার মেথিকান্দা এলাকায় এ সংঘর্ষ ঘটে।
নিহতরা হলেন চান্দেরকান্দি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য মানিক মিয়া (৫৫) এবং একই ইউনিয়নের সাবেক নারী ইউপি সদস্য কল্পনা বেগম (৩২)। তারা উভয়েই যুবলীগ নেতা আবিদ হাসান রুবেলের গ্রুপের সদস্য।
আমির হোসেন (২১), রাব্বি মিয়া (২৪) এবং আরও আটজন। তবে বাকিদের নাম পরিচয় এখনও জানা যায়নি।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার ও গোষ্ঠীগত দ্বন্দ্ব নিয়ে যুবলীগ নেতা আবিদ হাসান রুবেল ও রায়পুরা পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি হারুন অর রশিদের সমর্থকদের মধ্যে উত্তেজনা চলছিল। শনিবার ভোরে এ বিরোধ চরম আকার ধারণ করে।
সংঘর্ষ চলাকালে, রুবেলের চাচা ও ইউপি সদস্য মানিক মিয়া পার্শ্ববর্তী চান্দেরকান্দি ইউনিয়নের ৯নং ওয়ার্ড সদস্য বশির উদ্দিনের বাড়িতে আশ্রয় নেন। কিন্তু হারুন অর রশিদের সমর্থকরা সেখানে গিয়ে তাকে কুপিয়ে হত্যা করে।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জব্বার বলেন, “দুই গ্রুপের মধ্যে দীর্ঘদিনের গোষ্ঠীগত দ্বন্দ্বের জেরে ভোর থেকে সংঘর্ষ শুরু হয়। এতে দুজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। আমরা ঘটনার বিস্তারিত তদন্ত করছি।” সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে।
প্রভাত সময় ২৪
বগুড়ার শেরপুরে ট্রাকের ধাক্কায় এক পথচারীসহ দুজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ২১ জন। দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছেন।
ঢাকায় জুলাই আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ হওয়া এক ব্যক্তির মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় মূলহোতা সিফাত মুন্সিকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। ভুক্তভোগী বাদী হয়ে মামলা দায়েরের পর দ্রুত অভিযানে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।
রাজধানীর মোহাম্মদপুর থেকে নিখোঁজ স্কুলছাত্রী আরাবি ইসলাম সুবাকে নওগাঁয় দেখা গেছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি সেখান থেকে সরে যান। পুলিশ এখনো তাকে উদ্ধার করতে পারেনি।