যৌতুক না পেয়ে শ্যালকের বউ নিয়ে গেল দুলাভাই
ফরিদপুরের নগরকান্দায় যৌতুক না পেয়ে শ্যালকের স্ত্রীকে বিয়ে করার অভিযোগ উঠেছে জার্মান প্রবাসী বাবুল হোসেন মোল্যার বিরুদ্ধে।
বগুড়ার সোনাতলা পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য জাহাঙ্গীর আলম নান্নুকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। তার বাসা থেকে হাসুয়া, চাকু, চাপাতি ও চাইনিজ কুড়ালসহ বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়।
বগুড়ার সোনাতলা পৌরসভার সাবেক মেয়র এবং বগুড়া জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আলহাজ জাহাঙ্গীর আলম আকন্দ নান্নু (৬৫) কে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাত ২টার দিকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে সোনাতলা উপজেলার নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সোনাতলা থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তারের সময় তার বাসা থেকে ৬টি ধারালো হাসুয়া, ৫টি চাকু, ৬টি চাপাতি এবং ১টি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। পরে তাকে সোনাতলা থানায় সোপর্দ করা হয়। থানা পুলিশ জানিয়েছে, জাহাঙ্গীর আলম নান্নুর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে তাকে বুধবার বগুড়া জেলা আদালতে পাঠানো হয়েছে। এদিকে, গ্রেপ্তার ও উদ্ধারকৃত অস্ত্রের বিষয়ে স্থানীয় রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
প্রভাত সময় ২৪
ফরিদপুরের নগরকান্দায় যৌতুক না পেয়ে শ্যালকের স্ত্রীকে বিয়ে করার অভিযোগ উঠেছে জার্মান প্রবাসী বাবুল হোসেন মোল্যার বিরুদ্ধে।
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় জমি বিক্রির টাকার বিরোধের জেরে ছেলের দা-কুপে বাবা বিনোদ বিহারী মজুমদার নিহত হয়েছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত খোকন মজুমদার পলাতক।
পঞ্চগড়ে ঘন কুয়াশা ও উত্তর দিক থেকে বয়ে আসা হিমেল বাতাসে জনজীবন বিপর্যস্ত। তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।