বগুড়ার শেরপুরে ট্রাকের ধাক্কায় দুইজন নিহত, আহত ২১
বগুড়ার শেরপুরে ট্রাকের ধাক্কায় এক পথচারীসহ দুজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ২১ জন। দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছেন।
বগুড়ার সোনাতলা পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য জাহাঙ্গীর আলম নান্নুকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। তার বাসা থেকে হাসুয়া, চাকু, চাপাতি ও চাইনিজ কুড়ালসহ বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়।
বগুড়ার সোনাতলা পৌরসভার সাবেক মেয়র এবং বগুড়া জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আলহাজ জাহাঙ্গীর আলম আকন্দ নান্নু (৬৫) কে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাত ২টার দিকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে সোনাতলা উপজেলার নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সোনাতলা থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তারের সময় তার বাসা থেকে ৬টি ধারালো হাসুয়া, ৫টি চাকু, ৬টি চাপাতি এবং ১টি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। পরে তাকে সোনাতলা থানায় সোপর্দ করা হয়। থানা পুলিশ জানিয়েছে, জাহাঙ্গীর আলম নান্নুর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে তাকে বুধবার বগুড়া জেলা আদালতে পাঠানো হয়েছে। এদিকে, গ্রেপ্তার ও উদ্ধারকৃত অস্ত্রের বিষয়ে স্থানীয় রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
প্রভাত সময় ২৪
বগুড়ার শেরপুরে ট্রাকের ধাক্কায় এক পথচারীসহ দুজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ২১ জন। দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছেন।
ঢাকায় জুলাই আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ হওয়া এক ব্যক্তির মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় মূলহোতা সিফাত মুন্সিকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। ভুক্তভোগী বাদী হয়ে মামলা দায়েরের পর দ্রুত অভিযানে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।
রাজধানীর মোহাম্মদপুর থেকে নিখোঁজ স্কুলছাত্রী আরাবি ইসলাম সুবাকে নওগাঁয় দেখা গেছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি সেখান থেকে সরে যান। পুলিশ এখনো তাকে উদ্ধার করতে পারেনি।