• 23 Jan, 2025

উপদেষ্টা পরিষদে তিন বিভাগের উপেক্ষা, বৈষম্যের অভিযোগ সারজিস আলমের

উপদেষ্টা পরিষদে তিন বিভাগের উপেক্ষা, বৈষম্যের অভিযোগ সারজিস আলমের

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগ থেকে কাউকে অন্তর্ভুক্ত না করায় অঞ্চলবৈষম্যের অভিযোগ তুলেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম। তিনি এ উপেক্ষাকে অগ্রহণযোগ্য ও অযৌক্তিক বলে আখ্যা দিয়েছেন।

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম। তিনি অভিযোগ করে বলেছেন, ‘চট্টগ্রাম বিভাগ থেকে ১৩ জন উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে, কিন্তু রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগ থেকে একজনও উপদেষ্টা করা হয়নি। তিন বিভাগ থেকে কী একজনও নেই, যিনি মন্ত্রণালয় চালানোর যোগ্য? অঞ্চলবৈষম্য আমরা সমর্থন করি না।’

আজ শনিবার সকালে রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘শহীদ পরিবারের পাশে বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় এসব কথা বলেন তিনি।

চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকীকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়ারও সমালোচনা করেন সারজিস আলম। তিনি বলেন, ‘ফারুকী ক্ষমতার কাছাকাছি থাকার জন্য তোষামোদ করেছেন। এমন নীরব ও সুবিধাবাদী মানুষকে আমরা উপদেষ্টা হিসেবে দেখতে চাই না।’

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাবেক সমাজকল্যাণ সম্পাদক আখতার হোসেনকে উপদেষ্টা করার দাবি জানিয়ে তিনি বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের আমলে আখতার হোসেন বারবার নিপীড়নের শিকার হয়েছেন। তিনি আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছেন। তাঁর এই অবদানকে অস্বীকার করা উচিত নয়।’

জুলাই অভ্যুত্থানের পর সৃষ্ট মামলা-বাণিজ্যের প্রসঙ্গে সারজিস আলম বলেন, ‘মামলা-বাণিজ্য শুধু রংপুর নয়, সারা দেশে চলছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, শহীদ ও আহতদের নাম ব্যবহার করে মামলায় টাকা লেনদেনের ব্যবসা চলতে পারে না। সবাইকে এ ধরনের অনৈতিক কর্মকাণ্ড থেকে সরে আসতে হবে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার, সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন মোর্শেদ, জুলাই শহীদ ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধসহ বিশিষ্ট ব্যক্তিরা।

নিউজ ডেস্ক

প্রভাত সময় ২৪