রোম থেকে আসা বিমানে বোমার হুমকি, তল্লাশিতে কিছুই পাওয়া যায়নি
রোম থেকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা ফ্লাইটে বোমার হুমকির পর তল্লাশি চালিয়ে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি। যাত্রী ও ক্রুরা নিরাপদে অবতরণ করেছেন।
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের সংকট নিরসনে ন্যূনতম সংস্কার শেষে দ্রুত নির্বাচন দেওয়া উচিত। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে তিনি এ প্রস্তাব দেন। জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ থাকার প্রয়োজনীয়তাও তুলে ধরেন তিনি।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের জাতীয় সংকট নিরসনে ন্যূনতম সংস্কার সম্পন্ন করে দ্রুত নির্বাচন আয়োজন করা প্রয়োজন। আজ বৃহস্পতিবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ মন্তব্য করেন। জামায়াতের পক্ষ থেকে নির্বাচন বিষয়ে ৪০টিরও বেশি সংস্কার প্রস্তাব তৈরি করা হয়েছে বলে জানান তিনি। এর মধ্যে অন্তর্বর্তী সরকারের কাছে ১০টি সংস্কার প্রস্তাবনা জমা দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘ন্যূনতম সংস্কার কার্যকর করেই নির্বাচন দেওয়ার প্রস্তাব দিয়েছি।’
জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে ঐক্যবদ্ধ থাকার ওপর জোর দিয়ে জামায়াতের আমির বলেন, ‘জাতীয় স্বার্থে দল-মত ভিন্নতা থাকা সত্ত্বেও ঐক্যবদ্ধ থাকা জরুরি। শুধুমাত্র ইসকন নয়, জাতীয় স্বার্থবিরোধী যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’ তিনি আরও বলেন, সাম্প্রতিককালে যেসব বিষয়ে জনমনে উদ্বেগ দেখা দিয়েছে, সেগুলো নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। বিশেষ করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং আসন্ন রমজানে বাজারে কৃত্রিম সংকট তৈরি যেন না হয়, সে বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার ব্যাপারে গুরুত্বারোপ করা হয়েছে। সাক্ষাতে জামায়াতের আমিরের সঙ্গে আরও উপস্থিত ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য হামিদুর রহমান আযাদ, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন।
ডা. শফিকুর রহমানের মতে, দ্রব্যমূল্যসহ অন্যান্য সমস্যার সমাধান এবং দেশের জাতীয় স্বার্থ রক্ষার জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের বিকল্প নেই। ন্যূনতম সংস্কার শেষে দ্রুত নির্বাচনের মাধ্যমে সংকট নিরসনে তিনি অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
প্রভাত সময় ২৪
রোম থেকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা ফ্লাইটে বোমার হুমকির পর তল্লাশি চালিয়ে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি। যাত্রী ও ক্রুরা নিরাপদে অবতরণ করেছেন।
বোমা হামলার হুমকি পাওয়া রোম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৫৬ ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তল্লাশি চালাচ্ছে বোম্ব ডিসপোজাল ইউনিট। যাত্রীদের নিরাপদে সরিয়ে বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
পাকিস্তান সফর শেষে দেশে ফিরেছে বাংলাদেশের ৬ সদস্যের সামরিক প্রতিনিধিদল। লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানের নেতৃত্বে দলটি ১৩ থেকে ১৮ জানুয়ারি পাকিস্তান সফর করে। সফরে দুই দেশের সামরিক বাহিনীর পেশাগত ও প্রশিক্ষণ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে।