• 23 Jan, 2025

একযোগে ১৯ অতিরিক্ত এসপিসহ ২৭ পুলিশ কর্মকর্তাকে বদলি

একযোগে ১৯ অতিরিক্ত এসপিসহ ২৭ পুলিশ কর্মকর্তাকে বদলি

একযোগে ১৯ অতিরিক্ত এসপি ও ৮ সহকারী পুলিশ সুপারসহ ২৭ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বুধবার (৪ ডিসেম্বর) পুলিশ সদর দপ্তর থেকে জারি করা আদেশে তাদের দ্রুত নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে একযোগে ১৯ জন অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) এবং ৮ জন সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার মোট ২৭ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

বুধবার (৪ ডিসেম্বর) পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি (পার্সোনেল ম্যানেজমেন্ট-১) খন্দকার শামীমা ইয়াছমিন স্বাক্ষরিত এক আদেশে এ বদলির নির্দেশ জারি করা হয়।

বদলি হওয়া কর্মকর্তাদের নতুন কর্মস্থলে দ্রুত যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। তবে বদলির কারণ সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। এটি প্রশাসনিক কারণে স্বাভাবিক কার্যক্রম হিসেবে বিবেচিত হচ্ছে। পুলিশ সদর দপ্তর জানিয়েছে, এই বদলির উদ্দেশ্য পুলিশের কর্মদক্ষতা বৃদ্ধি ও প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা নিশ্চিত করা।

নিউজ ডেস্ক

প্রভাত সময় ২৪