• 02 Feb, 2025

রাজধানীতে মায়ের হাতে চার বছরের শিশু খুনের অভিযোগ, গ্রেপ্তার মা

রাজধানীতে মায়ের হাতে চার বছরের শিশু খুনের অভিযোগ, গ্রেপ্তার মা

ঢাকার বনশ্রীতে আয়না নুর ইসলাম (৪) নামে এক শিশুকে হত্যার অভিযোগে তার মাকে আটক করেছে পুলিশ। শিশুটির শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মা মাদকাসক্ত ছিলেন বলে জানিয়েছে পরিবার।

রাজধানীর বনশ্রীতে চার বছরের শিশু আয়না নুর ইসলামকে হত্যার অভিযোগে তার মা তাসনিম চৌধুরী ছোয়া (২৩) কে আটক করেছে পুলিশ। শুক্রবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় রমনার সিদ্ধেশ্বরী এলাকার হাসনা ভিলা নামের একটি বাসা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মো. গোলজার হোসেন জানান, “শিশুটির চোখ ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে মারধর করে হত্যা করা হয়েছে।” শিশুটির বাবা এস এম আতিকুল ইসলাম পেশায় একজন দুধ ব্যবসায়ী। তিনি জানান, তার স্ত্রী বেশ কিছুদিন ধরে মাদকাসক্ত হয়ে পড়েন, যার কারণে তিনি আলাদা থাকছিলেন।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাত ২টার দিকে তাসনিম চৌধুরী ছোয়া তার স্বামী আতিকুলকে ফোন করে সিদ্ধেশ্বরীর বাসায় যেতে চান। তবে আতিকুল তাকে এত রাতে যেতে নিষেধ করেন। এরপর থেকে তার সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যায়। শুক্রবার সকালে শিশুটির নানা ও স্বজনরা বনশ্রীর বাসায় গিয়ে দেখেন, শিশু আয়না নুর নিস্তেজ অবস্থায় পড়ে আছে, পাশেই অচেতন অবস্থায় রয়েছেন তার মা ছোয়া।

শিশুটিকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর বনশ্রীর বাসা থেকে শিশুটির মা ছোয়াকে আটক করা হয় এবং মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়। এসআই গোলজার হোসেন বলেন, “শিশুর বাবা জানিয়েছেন, তার স্ত্রী সব সময় নেশাগ্রস্ত থাকতেন। ফলে দাম্পত্য কলহ চলছিল। হত্যাকাণ্ডের পেছনে অন্য কোনো ব্যক্তি জড়িত রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।” এ ঘটনায় বিস্তারিত তদন্ত চলছে এবং আটককৃত ছোয়ার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

নিউজ ডেস্ক

প্রভাত সময় ২৪