• 02 Feb, 2025

মাছ চুরির মামলায় কুড়িগ্রামে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

মাছ চুরির মামলায় কুড়িগ্রামে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

কুড়িগ্রামের রাজিবপুরে চাঁদাবাজি ও মাছ চুরির মামলায় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হারুনর রশীদ ওরফে সামানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কুড়িগ্রামের রাজিবপুরে চাঁদাবাজি ও মাছ চুরির মামলায় হারুনর রশীদ ওরফে সামান নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে রাজিবপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি রাজিবপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি।

গ্রেপ্তার প্রসঙ্গে আওয়ামী লীগ নেতার পরিবারের দাবি, শুধুমাত্র দলীয় পরিচয়ের কারণে তাকে আটক করা হয়েছে এবং তিনি কোনো চাঁদাবাজি বা মাছ চুরির ঘটনার সঙ্গে জড়িত নন।

তবে রাজিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তসলিম উদ্দিন জানান, ২০১৫ সালে চাঁদাবাজি ও পুকুরের মাছ চুরির অভিযোগ ওঠে। এ ঘটনায় গত বছরের ৭ অক্টোবর বিএনপি সমর্থক বদিউজ্জামান বাদী হয়ে রাজিবপুর থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে হারুনর রশীদকে অজ্ঞাত আসামি হিসেবে চিহ্নিত করে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাকে কুড়িগ্রাম আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজ ডেস্ক

প্রভাত সময় ২৪