বিশ্ব ইজতেমা উপলক্ষে ধর্মপ্রাণ মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে অতিরিক্ত ছয়টি ট্রিপ পরিচালনা করছে মেট্রোরেল। শুক্রবার (৩১ জানুয়ারি) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এক ফেসবুক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছে। ডিএমটিসিএল জানায়, "ইজতেমা উপলক্ষে সম্মানিত ধর্মপ্রাণ মুসল্লি ও যাত্রীদের সুবিধার্থে মেট্রোরেলের পক্ষ থেকে অতিরিক্ত ছয়টি ট্রিপ পরিচালিত হবে। আমরা সকল যাত্রীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।"
বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে বাদ মাগরিব আম বয়ানের মাধ্যমে বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এবার ব্যতিক্রমধর্মীভাবে একদিন আগেই ইজতেমার ৫৮তম আসরের প্রথম পর্ব শুরু হয়। ইজতেমার মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, "সাধারণত শুক্রবার বাদ ফজর আম বয়ানের মাধ্যমে ইজতেমা শুরু হলেও এবার মাগরিবের পর ভারতের মাওলানা ইব্রাহিম দেওলার আম বয়ানের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।"
বিশেষ ট্রেন ও নিরাপত্তা ব্যবস্থা
রেলওয়ে ১৪টি বিশেষ ট্রেন সার্ভিস চালু করেছে মুসল্লিদের যাতায়াত সহজ করতে।
সড়কে যানজট নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।
ইজতেমা ময়দান পাঁচটি সেক্টরে ভাগ করে প্রায় ১০ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করছেন।
দুই ধাপে ইজতেমা
বিশ্ব ইজতেমা দুই ধাপে অনুষ্ঠিত হচ্ছে।
প্রথম পর্ব: ৩১ জানুয়ারি শুরু হয়ে ২ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে।
দ্বিতীয় পর্ব: ৩ ফেব্রুয়ারি শুরু হয়ে ৫ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হবে।
বিশ্ব ইজতেমা উপলক্ষে সরকার, প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাগুলো বিশেষ প্রস্তুতি নিয়েছে যাতে মুসল্লিরা নির্বিঘ্নে ধর্মীয় আনুষ্ঠানিকতায় অংশ নিতে পারেন।