• 23 Jan, 2025

ন্যাশনাল মেডিকেল কলেজে হামলার প্রতিবাদে ড্যাবের তীব্র নিন্দা

ন্যাশনাল মেডিকেল কলেজে হামলার প্রতিবাদে ড্যাবের তীব্র নিন্দা

পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজে ডেঙ্গু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ড্যাব। তারা এ ঘটনাকে মানবিকতার চরম লঙ্ঘন বলে আখ্যা দিয়ে দোষীদের কঠোর শাস্তি ও হাসপাতালের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছে। হাসপাতাল ও কলেজ ভবনে ভাঙচুর-লুটপাটের ঘটনায় চিকিৎসা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।

পুরান ঢাকার ঐতিহ্যবাহী ও শতবর্ষী ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালে ডেঙ্গু শক সিনড্রোমে অভিজিৎ হালদারের মৃত্যুকে কেন্দ্র করে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। সোমবার (২৫ নভেম্বর) এক বিবৃতিতে ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ ও মহাসচিব ডা. মো. আব্দুস সালাম বলেন, বহিরাগত একটি সংঘবদ্ধ চক্র হাসপাতাল ও কলেজ ভবনে ভাঙচুর, লুটপাট এবং ধ্বংসযজ্ঞ চালিয়েছে। এর ফলে শতবর্ষী এ প্রতিষ্ঠান রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। 

বিবৃতিতে জানানো হয়, পেশাগত এমবিবিএস পরীক্ষা চলাকালীন সময়েও কলেজ ভবনে ভাঙচুর চালানো হয়। এতে ছাত্রছাত্রীদের লাঞ্ছিত করা হয়েছে এবং হাসপাতালের চিকিৎসা কার্যক্রম ব্যাহত হয়েছে। রোগী ও কর্মীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ার মতো এ ঘটনায় ড্যাব তীব্র প্রতিবাদ জানায় এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে। ড্যাবের নেতারা হাসপাতালের মতো স্পর্শকাতর স্থানে হামলার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান। তারা বলেন, দেশের প্রতিটি হাসপাতালের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা অত্যন্ত জরুরি। 

বিবৃতিতে ড্যাব নেতারা বলেন, যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় চিকিৎসক সমাজ প্রতিশ্রুতিবদ্ধ। হাসপাতাল ও চিকিৎসা কার্যক্রমে সহিংসতা বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।

নিউজ ডেস্ক

প্রভাত সময় ২৪