রোম থেকে আসা বিমানে বোমার হুমকি, তল্লাশিতে কিছুই পাওয়া যায়নি
রোম থেকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা ফ্লাইটে বোমার হুমকির পর তল্লাশি চালিয়ে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি। যাত্রী ও ক্রুরা নিরাপদে অবতরণ করেছেন।
চাকরিবিধি লঙ্ঘন করলে ছাড় নয়! তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম ঘোষণা দিয়েছেন, অভিযুক্ত আমলাদের বিরুদ্ধে আগামী সপ্তাহেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসনিক শৃঙ্খলা ও ন্যায়বিচার নিশ্চিত করতে সরকারের দৃঢ় পদক্ষেপের ইঙ্গিত দিলেন তিনি।
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, ‘চাকরিবিধি লঙ্ঘনকারী আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই বিষয়ে আগামী সপ্তাহে পদক্ষেপ নেওয়া হবে।’ তিনি শুক্রবার (২৭ ডিসেম্বর) খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত ‘ঐক্য, সংস্কার ও নির্বাচন’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এ কথা বলেন। নাহিদ ইসলাম জানান, ‘আমলাদের প্রশাসনিক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও তাদের বক্তব্যে সাম্প্রতিক সময়ে এক ধরনের হুমকি লক্ষ্য করা যাচ্ছে। বিগত সময়ে আমলাতন্ত্র শক্তিশালী হওয়ার কারণে তারা এই সাহস পেয়ে থাকেন। এটাই এক ধরনের ফ্যাসিজম তৈরির পথ তৈরি করেছে।’
তথ্য উপদেষ্টা আরও বলেন, ‘আমরা ইতোমধ্যে অভিযুক্ত আমলাদের বিরুদ্ধে বৈঠক করেছি এবং আগামী সপ্তাহে তাঁদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। যারা আন্দোলনের নামে চাকরিবিধি লঙ্ঘন করছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’ তিনি যোগ করেন, ‘সরকারের সংস্কার প্রক্রিয়া চলমান, এবং এটি সবার জন্য ন্যায় বিচার নিশ্চিত করবে। আমলাদের বলছি, এখন সময় জনগণের সেবা দেওয়ার এবং গণতান্ত্রিক ট্রানজিশন সঠিকভাবে করার।’
এ সময় সঞ্চালক সাইয়েদ আবদুল্লাহ আমলাদের বিরুদ্ধে দৃশ্যমান পদক্ষেপের বিষয়ে প্রশ্ন করলে নাহিদ ইসলাম জানান, ‘আমরা ইতোমধ্যে এই বিষয়ে বৈঠক করেছি এবং দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’ নাহিদ ইসলাম আরও বলেন, ‘রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের ইতিবাচক সম্পর্ক রয়েছে, তবে আমরা সেগুলোর সমালোচনাও যাচাই করছি। সরকার ঐক্য প্রক্রিয়ার মাধ্যমে পরিচালিত হচ্ছে এবং আমরা সংস্কারের দিকে মনোযোগ দিয়েছি, যা গত ১৫ বছর ধরে রাজনৈতিক দলগুলো দাবি করে আসছে।’
প্রভাত সময় ২৪
রোম থেকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা ফ্লাইটে বোমার হুমকির পর তল্লাশি চালিয়ে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি। যাত্রী ও ক্রুরা নিরাপদে অবতরণ করেছেন।
বোমা হামলার হুমকি পাওয়া রোম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৫৬ ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তল্লাশি চালাচ্ছে বোম্ব ডিসপোজাল ইউনিট। যাত্রীদের নিরাপদে সরিয়ে বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
পাকিস্তান সফর শেষে দেশে ফিরেছে বাংলাদেশের ৬ সদস্যের সামরিক প্রতিনিধিদল। লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানের নেতৃত্বে দলটি ১৩ থেকে ১৮ জানুয়ারি পাকিস্তান সফর করে। সফরে দুই দেশের সামরিক বাহিনীর পেশাগত ও প্রশিক্ষণ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে।