• 03 Feb, 2025

সারজিস আলমের শুভ বিবাহ সম্পন্ন

সারজিস আলমের শুভ বিবাহ সম্পন্ন

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সামাজিক যোগাযোগমাধ্যমে এই খবর নিশ্চিত করেছেন।

ঢাকা, ৩১ জানুয়ারি: জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম শুভ বিবাহ সম্পন্ন করেছেন। শুক্রবার (৩১ জানুয়ারি) যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে একটি পোস্টের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

সারজিস আলম সামাজিক ও নাগরিক কার্যক্রমে দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছেন। তার নেতৃত্বে জাতীয় নাগরিক কমিটি বিভিন্ন জনকল্যাণমূলক কাজ করে আসছে। তার বিয়ের খবরে শুভাকাঙ্ক্ষী, সহকর্মী ও সংগঠনের সদস্যরা অভিনন্দন জানিয়েছেন। সারজিস আলমের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, পারিবারিক আয়োজনে অত্যন্ত সাদামাটা পরিবেশে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। তবে নবদম্পতির ব্যক্তিগত জীবনকে সম্মান জানিয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

এ বিষয়ে জাতীয় নাগরিক কমিটির এক সদস্য বলেন, “সারজিস আলম শুধু একজন সংগঠক নন, তিনি একজন নিবেদিতপ্রাণ সমাজসেবক। তার নতুন জীবনের জন্য আমাদের পক্ষ থেকে রইলো অনেক শুভেচ্ছা ও দোয়া।” সারজিস আলমের বিবাহোত্তর সংবর্ধনার বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা এখনো দেওয়া হয়নি। তবে তার শুভাকাঙ্ক্ষীরা সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে অভিনন্দন জানাতে ব্যস্ত।

নিউজ ডেস্ক

প্রভাত সময় ২৪