• 03 Feb, 2025

নিষিদ্ধ ছাত্রলীগ প্রতিরোধে রাজপথে নামবে ছাত্রদল: নাছির উদ্দীন

নিষিদ্ধ ছাত্রলীগ প্রতিরোধে রাজপথে নামবে ছাত্রদল: নাছির উদ্দীন

ছাত্রলীগের নিষিদ্ধ ঘোষিত কার্যক্রম প্রতিহত করতে প্রস্তুত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির জানান, সরকার ব্যর্থ হলে ছাত্র-জনতা রাজপথে নেমে প্রতিরোধ গড়ে তুলবে।

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগকে প্রতিহত করতে রাজপথে নামার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির জানিয়েছেন, ছাত্র-জনতার নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। তবে সরকার যদি ব্যর্থ হয়, তাহলে জুলাই-আগস্টের মতোই আবারও রাজপথে নেমে ছাত্রলীগের অপতৎপরতা প্রতিহত করবে ছাত্রদল। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুর ১২টায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে নাছির উদ্দীন এই ঘোষণা দেন।

নাছির উদ্দীনের বক্তব্য

ফেসবুক পোস্টে তিনি লেখেন, “জুলাই-আগস্টে ছাত্র-জনতার ওপর আক্রমণ চালানো ছাত্রলীগের সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। নিষিদ্ধ সংগঠনের সব কার্যক্রম প্রতিহত করা সরকারের দায়িত্ব। কিন্তু সরকার ব্যর্থ হলে ছাত্র-জনতা আবারও রাজপথে নেমে প্রতিরোধ গড়ে তুলবে।” তিনি আরও বলেন, “জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে দুই হাজারের বেশি মানুষ শহীদ হয়েছেন, যাদের অনেককে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ক্যাডাররা হত্যা করেছে। এতকিছুর পরও অন্তর্বর্তীকালীন সরকার ছাত্রলীগকে নামেমাত্র নিষিদ্ধ করেছে, কিন্তু সন্ত্রাসীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেয়নি।” নাছির উদ্দীন দাবি করেন, ছাত্রলীগের নেতাকর্মীদের এখনও আইনের আওতায় আনা হয়নি, যার ফলে সংগঠনটি নতুন করে রাজনৈতিক কার্যক্রম চালানোর সাহস পেয়েছে। তিনি বলেন, "সরকারের নির্লিপ্ততার কারণেই ছাত্রলীগ আবারও মাথাচাড়া দিয়ে উঠছে।"

ছাত্রদলের প্রস্তুতি

নাছির উদ্দীন জানান, ছাত্রদল সারাদেশে ছাত্র-জনতার নিরাপত্তা নিশ্চিত করতে রাজপথে সক্রিয় থাকবে। তিনি বলেন, “শহীদ আবু সাঈদ, ওয়াসিম আকরাম, মুগ্ধ, রাব্বি, রিয়া গোপ, রিদয় তারুয়াসহ হাজারো শহীদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না। আমরা যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত।” বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ছাত্রদলের এই ঘোষণাকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে ছাত্রদল যে প্রস্তুত, তা তাদের সাম্প্রতিক ঘোষণায় স্পষ্ট হয়ে উঠেছে।

নিউজ ডেস্ক

প্রভাত সময় ২৪