• 22 May, 2025

২৭ জানুয়ারি দিবাগত রাতে পালিত হবে পবিত্র শবে মিরাজ

২৭ জানুয়ারি দিবাগত রাতে পালিত হবে পবিত্র শবে মিরাজ

বাংলাদেশের আকাশে রজব মাসের চাঁদ দেখা যাওয়ায় আজ ২ জানুয়ারি থেকে রজব মাস গণনা শুরু হয়েছে। জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, ২৭ জানুয়ারি সোমবার দিবাগত রাতে পবিত্র শবে মিরাজ পালিত হবে।

বাংলাদেশের আকাশে গতকাল বুধবার পবিত্র রজব মাসের চাঁদ দেখা যাওয়ায় আজ ২ জানুয়ারি থেকে ১৪৪৬ হিজরি সনের রজব মাস গণনা শুরু হয়েছে। এই প্রেক্ষিতে, জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৭ জানুয়ারি সোমবার দিবাগত রাতে পবিত্র শবে মিরাজ পালিত হবে।

গতকাল সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। সভায় আরও উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান, তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা মো. নিজামূল কবীর, বাংলাদেশ ওয়াক্‌ফ প্রশাসনের প্রশাসক মো. ফখরুল ইসলাম, ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সাইফুল ইসলাম এবং বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মো. আবদুল মালেক।

পবিত্র শবে মিরাজ মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্ববহ একটি রাত। এই রাতে মহানবী হযরত মোহাম্মদ (সা.) আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে আরশে আজিমে গমন করেছিলেন। তাই দিনটি মুসলিম উম্মাহর কাছে অত্যন্ত পবিত্র এবং তা যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পালিত হয়ে থাকে। জাতীয় চাঁদ দেখা কমিটির এই সিদ্ধান্ত অনুযায়ী, মুসলিম ধর্মপ্রাণ মানুষ শবে মিরাজের পবিত্রতা ও তাৎপর্য উপলব্ধি করে ইবাদত-বন্দেগির মাধ্যমে দিনটি পালন করবেন।

 

নিউজ ডেস্ক

প্রভাত সময় ২৪