ঢাকা, ৩১ জানুয়ারি: সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি দাবি ছড়িয়েছে যে, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনূস ইসরায়েলকে ফিলিস্তিনে যুদ্ধ পরিচালনা করার জন্য ১০০ কোটি টাকা সহায়তা দিয়েছেন। তবে রিউমর স্ক্যানারের অনুসন্ধান ও তথ্য যাচাইয়ের পর জানা গেছে, এই দাবি সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন।
রিউমর স্ক্যানার টিম জানায়, ইসরায়েলকে এমন কোনো সহায়তা প্রদান করা হয়নি। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ইউনূস সেন্টারও এই দাবি অস্বীকার করেছে। ইউনূস সেন্টারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই মিথ্যা প্রচারণা ড. ইউনূসের সুনাম ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে করা হয়েছে। রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায়, যে ভিডিওটি এই দাবি ছড়িয়েছে, সেটি একটি পুরানো ভিডিও, যেখানে বাংলাদেশ সরকারের ইসরায়েল সম্পর্ক এবং ফিলিস্তিন-ইসরায়েল ইস্যু নিয়ে আলোচনা করা হয়েছিল। কিন্তু ভিডিওতে কোথাও ড. ইউনূসের ইসরায়েলকে সহায়তা দেওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি।
এ বিষয়ে রিউমর স্ক্যানার ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লায়র হাইয়াতের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানিয়েছেন, “ইউনূস কর্তৃক ইসরায়েলকে সহায়তার বিষয়টি সম্পূর্ণ নতুন এবং এর সত্যতা আমাদের জানা নেই।” এছাড়া, ইউনূস সেন্টারের পক্ষ থেকেও নিশ্চিত করা হয়েছে যে, এই তথ্যটি মিথ্যা এবং এটি ড. ইউনূসের সুনাম ধ্বংস করার চেষ্টা। এটি প্রথমবার নয়, এর আগে একই ধরনের বানোয়াট দাবি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছিল, যেগুলোর সত্যতা রিউমর স্ক্যানার ফ্যাক্টচেকের মাধ্যমে উন্মোচন করেছে।