বাংলাদেশের আকাশে রজব মাসের চাঁদ দেখা যাওয়ায় আজ ২ জানুয়ারি থেকে রজব মাস গণনা শুরু হয়েছে। জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, ২৭ জানুয়ারি সোমবার দিবাগত রাতে পবিত্র শবে মিরাজ পালিত হবে।
বাংলাদেশ ও মালয়েশিয়া হালাল পণ্যের বাজার সম্প্রসারণে একসাথে কাজ করার ঘোষণা দিয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের হালাল সনদ বিভাগের সঙ্গে সিরুনাই মালয়েশিয়া ও ইসলামিক উন্নয়ন ব্যাংকের প্রতিনিধিদলের মতবিনয় সভায় এ বিষয়ে আলোচনা হয়। দুই দেশের মধ্যে হালাল ইকোসিস্টেম উন্নয়ন, প্রযুক্তি ও জ্ঞান বিনিময় এবং বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির জন্য রিভার্স লিংকেজ প্রজেক্ট প্রবর্তন করা হবে।