অনলাইনে মামলা দায়েরের ব্যবস্থা চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস থানায় না গিয়ে সারা দেশে অনলাইনে মামলা দায়েরের ব্যবস্থা চালুর নির্দেশ দিয়েছেন।
ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর্মকর্তা মতিউর রহমানকে জেলগেটে তিনদিন জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর্মকর্তা মতিউর রহমানকে জেলগেটে তিনদিন জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত। সোমবার (২৭ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালতে শুনানি শেষে এই আদেশ দেওয়া হয়।
সকালে মতিউর রহমানকে কারাগার থেকে আদালতে আনা হয়। দুদকের পক্ষ থেকে তার সাত দিনের রিমান্ড আবেদন করা হলেও শুনানি শেষে আদালত জেলগেটে তিনদিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। এর আগে, গত ৬ জানুয়ারি দুর্নীতি দমন কমিশন (দুদক) মতিউর রহমান ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করে। অভিযোগে বলা হয়, মতিউর রহমান ও তার পরিবারের সদস্যরা মিথ্যা তথ্য প্রদান এবং জ্ঞাত আয়বহির্ভূত শত কোটি টাকার সম্পদ অর্জন করেছেন।
তিনটি মামলার মধ্যে একটি মতিউরের প্রথম স্ত্রী লায়লা কানিজের বিরুদ্ধে, যেখানে তিনি ১৩ কোটি ১ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অভিযুক্ত। দ্বিতীয় মামলায় মতিউরের মেয়ে ফারজানা রহমান ইপ্সিতা এবং স্ত্রী লায়লা কানিজের বিরুদ্ধে ৫৩ কোটি ৪১ লাখ টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। তৃতীয় মামলায় মতিউরের ছেলে আহমেদ তৌফিকুর রহমান অর্ণবের বিরুদ্ধে ৪২ কোটি ২২ লাখ টাকার সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।
গত ১৪ জানুয়ারি রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে মতিউর রহমানকে গ্রেপ্তার করা হয়। অস্ত্র আইনে দায়ের করা মামলায় তিন দিনের রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। দুদক জানিয়েছে, সম্পদের উৎস সম্পর্কে তথ্য জানতেই জেলগেটে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।
প্রভাত সময় ২৪
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস থানায় না গিয়ে সারা দেশে অনলাইনে মামলা দায়েরের ব্যবস্থা চালুর নির্দেশ দিয়েছেন।
বাংলাদেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ১ টাকা বাড়ানো হয়েছে। ডিজেল ও কেরোসিনের নতুন মূল্য ১০৫ টাকা, অকটেন ১২৬ টাকা ও পেট্রোল ১২২ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন মূল্য আজ মধ্যরাত থেকে কার্যকর হবে।
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর চিকিৎসা শেষে দুবাই থেকে সৌদি আরবের জেদ্দায় রওনা দিয়েছেন। পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে রওনা হওয়ার সময় অসুস্থ হয়ে পড়লে দুবাইতে চিকিৎসা নেওয়ার পর তাকে সৌদি আরব যাওয়ার অনুমতি দেওয়া হয়।