• 23 Jan, 2025

বিডিআর বিদ্রোহ তদন্তে ৭ সদস্যের কমিশন গঠন

বিডিআর বিদ্রোহ তদন্তে ৭ সদস্যের কমিশন গঠন

বিডিআর বিদ্রোহের ঘটনা তদন্তে ৭ সদস্যের কমিশন গঠন করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তনে উদ্যোগ নেওয়ার পাশাপাশি রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মুক্তিযোদ্ধা হেনস্তাকারীদের আইনের আওতায় আনার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে।

রাজধানীর পিলখানায় সংঘটিত বিডিআর বিদ্রোহের ঘটনায় ৭ সদস্যের একটি তদন্ত কমিশন গঠন করা হয়েছে। এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (২৩ ডিসেম্বর) পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দপ্তরে বিজিবি দিবস উপলক্ষে পদক প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “বিডিআর বিদ্রোহের ঘটনা বিশদভাবে তদন্তের জন্য একটি কমিশন গঠন করা হয়েছে। প্রধান উপদেষ্টা রোববার (২২ ডিসেম্বর) রাতে কমিশনের অনুমোদন দেন।” এই কমিশন দ্রুত তদন্ত কার্যক্রম শুরু করবে বলে তিনি আশা প্রকাশ করেন। উপদেষ্টা আরও জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের সঙ্গে কূটনৈতিক যোগাযোগের উদ্যোগ নেওয়া হয়েছে। বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফেরানোর বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় দেখভাল করছে।

রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সরকারের নীতিতে কোনো পরিবর্তন হয়নি বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, “রোহিঙ্গাদের প্রবেশ কোনোভাবেই অনুমোদন করা হবে না। তবে মানবিক কারণে অসুস্থ রোহিঙ্গাদের সীমিতভাবে আশ্রয় দেওয়া হচ্ছে।” পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এ বিষয়ে জানান, সীমান্তে দুর্নীতি এবং অব্যবস্থাপনার কারণে কিছু রোহিঙ্গা অনুপ্রবেশ করতে সক্ষম হয়েছে। গত দুই বছরে ৬০ হাজার রোহিঙ্গা নতুন করে প্রবেশ করেছে বলে তিনি উল্লেখ করেন। এ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। কুমিল্লায় মুক্তিযোদ্ধা হেনস্তার ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, “মুক্তিযোদ্ধাদের প্রতি যে কোনো অবমাননা কঠোরভাবে প্রতিরোধ করা হবে। যারা এই ঘটনায় জড়িত, তাদের আইনের আওতায় আনা হবে।”

নিউজ ডেস্ক

প্রভাত সময় ২৪