ক্ষমতায় আসতেই ট্রাম্পের বিরুদ্ধে জাতিসংঘে নালিশ, পানামার প্রতিবাদ
৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর পানামা খাল নিয়ে ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ হয়ে জাতিসংঘে নালিশ জানিয়েছে পানামা।
ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও পতাকা অবমাননার ঘটনায় ভারতকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা। ঢাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান জানান।
ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও পতাকা অবমাননার ঘটনায় ভারত সরকারকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা।
সোমবার (২ ডিসেম্বর) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “ভারতে আমাদের হাইকমিশনে হামলা করে বিজেপি একটি নগ্ন ইতিহাস সৃষ্টি করেছে। এটি বিজেপি, আরএসএসের মতো উগ্রবাদী গোষ্ঠীর কাজ। মোদি সরকার মসজিদ ভেঙে আমাদের ধর্মীয় সম্প্রীতির শিক্ষা দিতে আসে, যা হাস্যকর।”
বিন ইয়ামিন মোল্লা ভারত সরকারের প্রতি কঠোর বার্তা দিয়ে বলেন, “ভারত সরকার যদি বাংলাদেশের বিষয়ে আগ্রাসী আচরণ চালিয়ে যায়, তাহলে আমরাও তাদের সেভেন সিস্টার্স অঞ্চল নিয়ে কার্যকর পদক্ষেপ নেব। সীমান্তে যদি কোনো ট্যাঙ্ক প্রবেশ করে, তা হলে উত্তর-পূর্ব ভারত বিচ্ছিন্ন হয়ে যাবে।” তিনি আরও বলেন, “বাংলাদেশ ভারতকে বন্ধু রাষ্ট্র হিসেবে সহযোগিতা করেছে, কিন্তু ভারত প্রতিদানে লাশ আর সীমান্ত আগ্রাসন ছাড়া কিছু দেয়নি। ভারতের জনগণ বিভক্ত হলেও বাংলাদেশের মানুষ ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ। আমরা কাউকে ভয় পাই না।”
ভারতের শান্তিকামী জনগণের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “যারা ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাস করেন, তারা বিজেপি, আরএসএস এবং জঙ্গি সংগঠন ইসকনের ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ান। এ আগ্রাসন বন্ধে শান্তিপ্রিয় মানুষের পদক্ষেপ নেওয়া জরুরি।” বিক্ষোভ সমাবেশে তিনি স্পষ্টভাবে জানান, “ভারত সরকারকে বাংলাদেশের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে হবে। অন্যথায় আমাদের পদক্ষেপ কঠোর হবে।” ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও পতাকা অবমাননার ঘটনার পর থেকে বাংলাদেশে প্রতিবাদ বাড়ছে। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে এবং দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে।
প্রভাত সময় ২৪
৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর পানামা খাল নিয়ে ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ হয়ে জাতিসংঘে নালিশ জানিয়েছে পানামা।
গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় দিনে জাতিসংঘ জানিয়েছে, সোমবার এক দিনে ৯১৫টি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করেছে। এই সংখ্যা দৈনিক লক্ষ্যমাত্রার চেয়ে বেশি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের নির্বাহী আদেশে সই করেছেন। এর ফলে যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া ১৬ লাখ ভারতীয় নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে রয়েছেন।