• 23 Jan, 2025

গণমাধ্যমে নতুন দিগন্ত: বেতার ও বাংলাদেশ টেলিভিশনের জন্য স্বায়ত্তশাসিত সম্প্রচার কর্তৃপক্ষের প্রস্তাব

গণমাধ্যমে নতুন দিগন্ত: বেতার ও বাংলাদেশ টেলিভিশনের জন্য স্বায়ত্তশাসিত সম্প্রচার কর্তৃপক্ষের প্রস্তাব

বাংলাদেশ টেলিভিশন ও বেতারের সমন্বয়ে স্বায়ত্তশাসিত সম্প্রচার কর্তৃপক্ষ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছে গণমাধ্যম সংস্কার কমিশন। মতবিনিময় সভায় বহুমতের প্রতিফলন ও যুগোপযোগী নীতিমালার আহ্বান জানানো হয়েছে।

বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারের সমন্বয়ে একটি স্বায়ত্তশাসিত সম্প্রচার কর্তৃপক্ষ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা তুলে ধরেছেন গণমাধ্যম সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। রোববার তথ্য ভবনে গণমাধ্যম সংস্কার কমিশনের কার্যালয়ে বাংলাদেশ বেতারের সাবেক মহাপরিচালকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ অভিমত ব্যক্ত করা হয়। গণমাধ্যম সংস্কার কমিশনপ্রধান কামাল আহমেদ বলেন, “গণমাধ্যমকে স্বাধীন, শক্তিশালী ও বস্তুনিষ্ঠ করতে প্রয়োজনীয় সংস্কার জরুরি। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সংবাদ ও অনুষ্ঠানে বহুমত এবং ভিন্নমতের প্রতিফলন থাকা উচিত।” 

মতবিনিময় সভায় বাংলাদেশ বেতারের সাবেক মহাপরিচালক মো. মাহবুবুল আলম বলেন, “বাংলাদেশ বেতারের কৃষিবিষয়ক অনুষ্ঠান ও ওয়ার্ল্ড নিউজ একসময় অত্যন্ত জনপ্রিয় ছিল। কিন্তু বর্তমানে এর কার্যক্রম নিয়ে সাধারণ মানুষের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।” বাংলাদেশ বেতারের আরেক সাবেক মহাপরিচালক মো. নাসির উদ্দিন আহমেদ বলেন, “সরকারের নিয়ন্ত্রণে থাকার কারণে বাংলাদেশ বেতার ও টেলিভিশনের কার্যক্রমে প্রায়শই সরকারের নির্দেশনা প্রতিফলিত হয়। স্থানীয় জনপ্রতিনিধিদের চাপে নির্ধারিত সংবাদ ও অনুষ্ঠান প্রচার করতে হতো। যদি স্বায়ত্তশাসিত সম্প্রচার কর্তৃপক্ষ থাকে, তাহলে এই চর্চা দূর করা সম্ভব।” 

সভায় বাংলাদেশ বেতারের সাবেক মহাপরিচালক নারায়ণ চন্দ্র শীল বলেন, “সংস্কারের ফল যদি গ্রামের কৃষক বা বিদ্যুৎবিহীন অঞ্চলের শ্রোতাদের কাছে পৌঁছে, তবেই তা সফল সংস্কার হিসেবে গণ্য হবে।” তিনি উল্লেখ করেন, বেতারের হাজারো শ্রোতা আজও গ্রামীণ এলাকায় বিদ্যুৎবিহীন স্থানে এটি ব্যবহার করে। বাংলাদেশ বেতারের সাবেক মহাপরিচালক মো. মজিবুর রহমান যুগোপযোগী সম্প্রচার আইন ও নীতিমালার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তিনি বলেন, “গত ২০ বছরে সম্প্রচারের ক্ষেত্রে যেভাবে উন্নয়ন হয়েছে, তেমন উপযোগী আইন ও নীতিমালা এখনো তৈরি হয়নি।” অন্যদিকে, সাবেক মহাপরিচালক রবীন্দ্রশ্রী বড়ুয়া বেতারের কার্যক্রম নিয়ে গবেষণার অভাবের কথা উল্লেখ করে বলেন, “বেতার প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো গবেষণা হয়নি, যা হওয়া উচিত ছিল।” 

সভায় বাংলাদেশ বেতারের সাবেক মহাপরিচালক শাহজাদী আঞ্জুমান আরা বলেন, “অনুষ্ঠান ও সংবাদ প্রচারের ক্ষেত্রে অলিখিত নির্দেশনা ছিল। কেউ কেউ তথ্য ও সম্প্রচারমন্ত্রীকে খুশি করার জন্য নির্দিষ্ট সংবাদ প্রচার করতেন।” বাংলাদেশ বেতারের সাবেক মহাপরিচালক নাসরুল্লাহ মো. ইরফান বলেন, “স্বায়ত্তশাসন বাস্তবায়নের সময় বেতারের সীমাবদ্ধতাগুলো বিবেচনা করতে হবে।” সভায় উপস্থিত কমিশনের সদস্যরা গণমাধ্যমের স্বায়ত্তশাসনের জন্য কার্যকরী উদ্যোগ গ্রহণের বিষয়ে গুরুত্বারোপ করেন। গণমাধ্যম সংস্কারের অংশ হিসেবে বাংলাদেশ বেতার ও টেলিভিশনের সমন্বয়ে স্বায়ত্তশাসিত সম্প্রচার কর্তৃপক্ষ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে। মতবিনিময় সভার আলোচনাগুলো এই প্রক্রিয়াকে এগিয়ে নেওয়ার জন্য বাস্তবসম্মত দিকনির্দেশনা প্রদান করেছে।

নিউজ ডেস্ক

প্রভাত সময় ২৪