রোম থেকে আসা বিমানে বোমার হুমকি, তল্লাশিতে কিছুই পাওয়া যায়নি
রোম থেকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা ফ্লাইটে বোমার হুমকির পর তল্লাশি চালিয়ে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি। যাত্রী ও ক্রুরা নিরাপদে অবতরণ করেছেন।
ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, ২০২৫ সালের শেষ থেকে ২০২৬ সালের প্রথমার্ধের মধ্যে জাতীয় নির্বাচন হতে পারে। বিজয় দিবসে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি নির্বাচন, অর্থনীতি, ভোটাধিকার নিশ্চিতকরণ এবং প্রবাসীদের ভোটাধিকারের বিষয়ে গুরুত্বারোপ করেন।
ছাত্র-জনতার অভ্যুত্থান–পরবর্তী প্রথম মহান বিজয় দিবস উপলক্ষে আজ সোমবার (১৬ ডিসেম্বর) জাতির উদ্দেশে ভাষণ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ভাষণে তিনি ২০২৫ সালের শেষ থেকে ২০২৬ সালের প্রথমার্ধের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনার কথা জানান।
ড. ইউনূস বলেন, “নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করা জরুরি। তবে রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে ভোটার তালিকা সংশোধন ও নির্ভুলভাবে প্রস্তুতির কাজ সম্পন্ন করতে সময় লাগবে। তাই ২০২৫ সালের শেষ থেকে ২০২৬ সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচন আয়োজন সম্ভব হতে পারে।” ভাষণে তিনি গুম কমিশনের প্রতিবেদন, অর্থপাচার, ব্যাংকিং খাতের স্থিতিশীলতা, এবং ভোটাধিকার নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। নতুন ভোটারদের ভোটাধিকারের প্রতি গুরুত্বারোপ করে তিনি বলেন, "এবারের নির্বাচনে প্রথমবারের মতো তরুণ ভোটাররা অংশগ্রহণ করবেন। তাদের শতভাগ ভোটদান নিশ্চিত করতে হবে।"
ড. ইউনূস আরও জানান, প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে নির্ভরযোগ্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলগুলোর প্রতি সুষ্ঠু ভোট নিশ্চিত করতে আহ্বান জানান তিনি। অর্থনীতির প্রসঙ্গে ড. ইউনূস বলেন, "বর্তমান অন্তর্বর্তী সরকারের উদ্যোগে অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে। ব্যাংকিং ব্যবস্থায় আস্থা ফিরেছে, এবং রপ্তানি আয়ে প্রবৃদ্ধি দেখা যাচ্ছে।"
তবে নির্বাচন আয়োজন ও অর্থনীতি পুনরুদ্ধারের পথে চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও জনতার ঐক্যকে অটুট রাখার আহ্বান জানিয়ে ড. ইউনূস বলেন, “পরাজিত শক্তির ষড়যন্ত্র প্রতিহত করতে আমাদের সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।” ভাষণের শেষে ড. ইউনূস দেশবাসীকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে জাতীয় উন্নয়ন ও ঐক্য ধরে রাখার প্রতিশ্রুতি দেন।
প্রভাত সময় ২৪
রোম থেকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা ফ্লাইটে বোমার হুমকির পর তল্লাশি চালিয়ে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি। যাত্রী ও ক্রুরা নিরাপদে অবতরণ করেছেন।
বোমা হামলার হুমকি পাওয়া রোম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৫৬ ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তল্লাশি চালাচ্ছে বোম্ব ডিসপোজাল ইউনিট। যাত্রীদের নিরাপদে সরিয়ে বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
পাকিস্তান সফর শেষে দেশে ফিরেছে বাংলাদেশের ৬ সদস্যের সামরিক প্রতিনিধিদল। লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানের নেতৃত্বে দলটি ১৩ থেকে ১৮ জানুয়ারি পাকিস্তান সফর করে। সফরে দুই দেশের সামরিক বাহিনীর পেশাগত ও প্রশিক্ষণ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে।