• 23 Jan, 2025

আড়াইহাজারের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপন গ্রেফতার, দুটি হত্যা মামলায় অভিযুক্ত

আড়াইহাজারের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপন গ্রেফতার, দুটি হত্যা মামলায় অভিযুক্ত

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপনকে দুটি হত্যা মামলার আসামি হিসেবে শ্বশুরবাড়ি থেকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। তার বিরুদ্ধে আরও মামলা আছে কিনা তা নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপনকে দুটি হত্যা মামলার আসামি হিসেবে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার রাত ১০টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানার দক্ষিণ সস্তাপুরে শ্বশুরবাড়িতে অবস্থানকালীন গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী গণমাধ্যমকে জানান, হত্যার অভিযোগে অভিযুক্ত সাবেক চেয়ারম্যান স্বপন দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন এবং গোপনে শ্বশুরবাড়িতে অবস্থান করছিলেন। রাত ১০টায় সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তাকে আদালতে হাজির করে দশ দিনের রিমান্ডের আবেদন করা হবে বলে জানিয়েছেন তিনি।

সাইফুল ইসলাম স্বপন আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের বাসিন্দা এবং দুইবার কালাপাহাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি নারায়ণগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর ঘনিষ্ঠ ছিলেন এবং বাবুর সমর্থনে আড়াইহাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান পদেও নির্বাচিত হয়েছিলেন।

স্বপনের বিরুদ্ধে আরও কোনো মামলা রয়েছে কিনা, তা তদন্ত চলছে বলে জানিয়েছে ডিবি।

নিউজ ডেস্ক

প্রভাত সময় ২৪