জ্বালানি তেলের দাম বৃদ্ধি
বাংলাদেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ১ টাকা বাড়ানো হয়েছে। ডিজেল ও কেরোসিনের নতুন মূল্য ১০৫ টাকা, অকটেন ১২৬ টাকা ও পেট্রোল ১২২ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন মূল্য আজ মধ্যরাত থেকে কার্যকর হবে।
সেন্টমার্টিনে আগামী ৯ মাসের জন্য পর্যটকদের ভ্রমণ বন্ধ ঘোষণা করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে এই নিষেধাজ্ঞা।
ঢাকা, ৩১ জানুয়ারি: সেন্টমার্টিন দ্বীপে পর্যটকদের ভ্রমণ আগামী ৯ মাসের জন্য বন্ধ হতে যাচ্ছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, শুক্রবার (৩১ জানুয়ারি) থেকে দ্বীপটির ভ্রমণের সময় শেষ হবে। শনিবার (১ ফেব্রুয়ারি) থেকে নতুন নিষেধাজ্ঞা কার্যকর হবে।
সরকারি সিদ্ধান্ত অনুসারে, ডিসেম্বর ও জানুয়ারিতে সেন্টমার্টিনে দৈনিক দুই হাজার পর্যটক ভ্রমণ করতে এবং রাতযাপন করতে পারছিলেন। কিন্তু এখন থেকে, ফেব্রুয়ারি মাস থেকে কোনো পর্যটক সেন্টমার্টিন দ্বীপে ভ্রমণ করতে পারবেন না। এ বিষয়ে স্থানীয়রা এবং পর্যটন ব্যবসায়ীরা সরকারের কাছে এই নিষেধাজ্ঞা এক মাস বাড়ানোর দাবি জানিয়েছেন, তবে এখন পর্যন্ত কোনো পরিবর্তন হয়নি।
কক্সবাজার পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক জমির উদ্দিন জানান, সেন্টমার্টিনে পর্যটকদের ভ্রমণের সময় নির্ধারণে কোনো পরিবর্তন আসেনি। প্রতি বছর নভেম্বর থেকে সেন্টমার্টিনে পর্যটকদের যাতায়াত শুরু হয় এবং ৩১ জানুয়ারি পর্যন্ত তা অব্যাহত থাকে। এ বছর ৩১ জানুয়ারি পর্যন্ত সীমিত সময়ে ভ্রমণের সুযোগ ছিল, তবে নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত রাত্রিযাপন নিষিদ্ধ করা হয়।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান জানিয়েছেন, দ্বীপের প্রায় ১০ হাজার মানুষের জীবিকা পর্যটনের ওপর নির্ভরশীল। তবে এই নিষেধাজ্ঞা চলাকালীন সময় তারা বিপাকে পড়বেন। তিনি আরো বলেন, যদি জাহাজ চলাচল ফেব্রুয়ারি মাস পর্যন্ত বাড়ানো যায়, তবে স্থানীয় বাসিন্দারা কিছুটা উপকার পেতেন। সরকারের এই পদক্ষেপ প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের পরিবেশ সুরক্ষার জন্য নেওয়া হয়েছে, বলে জানানো হয়েছে।
প্রভাত সময় ২৪
বাংলাদেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ১ টাকা বাড়ানো হয়েছে। ডিজেল ও কেরোসিনের নতুন মূল্য ১০৫ টাকা, অকটেন ১২৬ টাকা ও পেট্রোল ১২২ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন মূল্য আজ মধ্যরাত থেকে কার্যকর হবে।
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর চিকিৎসা শেষে দুবাই থেকে সৌদি আরবের জেদ্দায় রওনা দিয়েছেন। পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে রওনা হওয়ার সময় অসুস্থ হয়ে পড়লে দুবাইতে চিকিৎসা নেওয়ার পর তাকে সৌদি আরব যাওয়ার অনুমতি দেওয়া হয়।
জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সামাজিক যোগাযোগমাধ্যমে এই খবর নিশ্চিত করেছেন।