ক্ষমতায় আসতেই ট্রাম্পের বিরুদ্ধে জাতিসংঘে নালিশ, পানামার প্রতিবাদ
৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর পানামা খাল নিয়ে ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ হয়ে জাতিসংঘে নালিশ জানিয়েছে পানামা।
হায়দরাবাদে পদপিষ্ট ঘটনায় অন্তর্বর্তীকালীন জামিন পেলেন সুপারস্টার আল্লু অর্জুন। তেলঙ্গানা হাইকোর্ট ৫০ হাজার রুপির বন্ডে তার জামিন মঞ্জুর করেন। ঘটনায় আরও দুই অভিযুক্তকেও জামিন দেওয়া হয়েছে।
হায়দরাবাদে পদপিষ্ট হয়ে এক নারীর মৃত্যুর ঘটনায় অভিনেতা আল্লু অর্জুনকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন তেলঙ্গানা হাইকোর্ট। শুক্রবার (১৩ ডিসেম্বর) ৫০ হাজার রুপির বন্ডে তার জামিন মঞ্জুর করা হয়।
এর আগে হায়দরাবাদের নিম্ন আদালত তাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছিল। তবে গ্রেপ্তারকে চ্যালেঞ্জ জানিয়ে এফআইআর খারিজের আবেদন নিয়ে তেলঙ্গানা হাইকোর্টে যান অভিনেতা। বিচারপতি জে শ্রীদেবীর বেঞ্চে মামলাটি শুনানি হয় এবং তার জামিন মঞ্জুর হয়।
গত ৪ ডিসেম্বর ‘পুষ্পা ২’ ছবির প্রিমিয়ারে হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে এক নারী মারা যান। এ ঘটনার পর পুলিশ আল্লু অর্জুনসহ সাতজনের বিরুদ্ধে মামলা দায়ের করে। শুক্রবার সকালে অভিনেতাকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। থিয়েটার মালিকসহ আরও দু’জনকে গ্রেপ্তার করা হয়েছিল, তবে তাদেরও জামিন মঞ্জুর হয়েছে। পুলিশের দাবি, আল্লু অর্জুনের আগমনের বিষয়ে আগাম কোনো তথ্য না থাকায় ভিড় নিয়ন্ত্রণে ব্যর্থতা দেখা দেয়। তার টিম বা থিয়েটার কর্তৃপক্ষ সঠিক তথ্য সরবরাহ করেনি, যা পরিস্থিতি আরও খারাপ করে।ঘটনার পর অভিনেতা দুঃখ প্রকাশ করে মৃত নারীর পরিবারকে ২৫ লাখ রুপি আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দেন। তবে মামলার আইনি প্রক্রিয়া এখনও চলমান।
প্রভাত সময় ২৪
৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর পানামা খাল নিয়ে ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ হয়ে জাতিসংঘে নালিশ জানিয়েছে পানামা।
গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় দিনে জাতিসংঘ জানিয়েছে, সোমবার এক দিনে ৯১৫টি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করেছে। এই সংখ্যা দৈনিক লক্ষ্যমাত্রার চেয়ে বেশি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের নির্বাহী আদেশে সই করেছেন। এর ফলে যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া ১৬ লাখ ভারতীয় নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে রয়েছেন।