মাছ চুরির মামলায় কুড়িগ্রামে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
কুড়িগ্রামের রাজিবপুরে চাঁদাবাজি ও মাছ চুরির মামলায় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হারুনর রশীদ ওরফে সামানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মাদারীপুরের ডাসারে চা বিক্রেতা মো. আজিজ হাওলাদারের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে গ্রামের রাস্তার পাশে তার স্ত্রী লাশটি দেখতে পান। স্বজনদের দাবি, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।
মাদারীপুরের ডাসার উপজেলায় মো. আজিজ হাওলাদার (৬০) নামে এক চা বিক্রেতার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ডাসার ইউনিয়নের ১০৭ নম্বর ধামুসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাস্তার পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত মো. আজিজ হাওলাদার উপজেলার ধামুসা গ্রামের মৃত আবদুল রহিম উদ্দিন হাওলাদারের ছেলে। তিনি ডাসার কাঁঠালতলা বাজারে চায়ের দোকান চালাতেন এবং কিছু অর্থের লেনদেন করতেন বলে জানা গেছে।
স্থানীয় ও পরিবারের সদস্যরা জানান, শুক্রবার (৩১ জানুয়ারি) রাত ১০টার পর চায়ের দোকান বন্ধ করে তিনি আর বাড়ি ফেরেননি। শনিবার সকালে তার স্ত্রী শাহিদা বেগম তাকে খুঁজতে বের হলে গ্রামের রাস্তার পাশে স্বামীর হাত-পা বাঁধা মরদেহ দেখতে পান। তার চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন এবং পুলিশকে খবর দেন। নিহতের বড় ভাই মো. আব্দুল গণি হাওলাদার বলেন, "আমার ভাইকে হাত-পা বেঁধে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমি প্রশাসনের কাছে দোষীদের দ্রুত শনাক্ত করে কঠোর শাস্তির দাবি জানাই।"
এ বিষয়ে ডাসার থানার ওসি মো. আব্দুল বারিক বলেন, “নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য মাদারীপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।” এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ বলছে, প্রাথমিক তদন্তে ব্যক্তিগত লেনদেনের জের ধরে হত্যার সন্দেহ করা হচ্ছে। তবে প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।
প্রভাত সময় ২৪
কুড়িগ্রামের রাজিবপুরে চাঁদাবাজি ও মাছ চুরির মামলায় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হারুনর রশীদ ওরফে সামানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রকাশ্যে দেশীয় অস্ত্র হাতে ত্রাস সৃষ্টি করা ঠাকুরগাঁওয়ের জ্যোতিকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর শুক্রবার (৩১ জানুয়ারি) রাতে তাকে আটক করা হয়।
ফেনীতে পল্লী বিদ্যুতের নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ২০ ভুয়া পরীক্ষার্থী ধরা পড়েছে। পরীক্ষার চারটি কেন্দ্র থেকে তাদের আটক করা হয় এবং পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।