• 23 May, 2025

ট্রাম্পের সাথে মোদির ফোনালাপ, যা নিয়ে আলোচনা হলো

ট্রাম্পের সাথে মোদির ফোনালাপ, যা নিয়ে আলোচনা হলো

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পারস্পরিক সম্পর্ক জোরদার ও বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ক্ষমতাগ্রহণের পর এটি ছিল তাদের প্রথম ফোনালাপ। সোমবার (২৭ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ফোনালাপে মোদি প্রেসিডেন্ট ট্রাম্পকে দ্বিতীয় মেয়াদের জন্য অভিনন্দন জানান। তিনি দিল্লি-ওয়াশিংটনের পারস্পরিক বিশ্বাস এবং অংশীদারিত্ব জোরদারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। মোদি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে লেখেন, "আমার প্রিয় বন্ধু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলে আনন্দিত। তার ঐতিহাসিক দ্বিতীয় মেয়াদের জন্য তাকে অভিনন্দন জানাই। আমরা পারস্পরিক বিশ্বাস এবং বিশ্বস্ত অংশীদারত্বের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। জনগণের কল্যাণ ও বৈশ্বিক শান্তি-সমৃদ্ধির জন্য একসঙ্গে কাজ করব।"

এর আগে রার্তা সংস্থা রয়টার্স জানায়, ফেব্রুয়ারিতে দুই দেশের কূটনীতিকরা ওয়াশিংটনে মোদি ও ট্রাম্পের মধ্যে বৈঠক আয়োজনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। চীনকে ঠেকাতে ভারত যুক্তরাষ্ট্রের কৌশলগত অংশীদার। দিল্লি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য বাড়ানোর পাশাপাশি মার্কিন ভিসা প্রক্রিয়া সহজ করতে আগ্রহী।

নিউজ ডেস্ক

প্রভাত সময় ২৪