নারায়ণগঞ্জে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙলেন বিএনপিপন্থি আইনজীবীরা
নারায়ণগঞ্জে জেলা প্রশাসন, পুলিশ সুপার ও জেলা জজ আদালতের সামনে থাকা বঙ্গবন্ধুর তিনটি ম্যুরাল ভেঙে ফেলেছেন বিএনপিপন্থি আইনজীবীরা। এ ঘটনায় শহরে উত্তেজনা বিরাজ করছে।
রূপগঞ্জের পূর্বাচলে সড়ক দুর্ঘটনায় বুয়েট ছাত্র মোহতাসিম মাসুদ নিহত হয়েছেন। আহত আরও দুই শিক্ষার্থী চিকিৎসাধীন। দুর্ঘটনার জন্য দায়ী প্রাইভেটকারের চালকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র মোহতাসিম মাসুদ (২২) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই শিক্ষার্থী। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাত সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুরে রূপগঞ্জ থানার পুলিশ জানায়, দুর্ঘটনার জন্য দায়ী একটি প্রাইভেটকারের চালকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, নিহত মোহতাসিম মাসুদ বুয়েটের সিএসই বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। আহত শিক্ষার্থীরা হলেন একই বিভাগের অমিত সাহা (২২) ও মেহেদী হাসান (২১)। তিন বন্ধু মোটরসাইকেলে ঘুরতে বের হলে একটি প্রাইভেটকার তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোহতাসিম মাসুদ প্রাণ হারান।
আহত মেহেদী হাসান ও অমিত সাহাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে জানা গেছে।
রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, দুর্ঘটনার জন্য দায়ী প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে এবং চালকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মাসুদের মৃত্যুর ঘটনায় বুয়েটের শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তার সহপাঠী ও বন্ধুরা এ দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
প্রভাত সময় ২৪
নারায়ণগঞ্জে জেলা প্রশাসন, পুলিশ সুপার ও জেলা জজ আদালতের সামনে থাকা বঙ্গবন্ধুর তিনটি ম্যুরাল ভেঙে ফেলেছেন বিএনপিপন্থি আইনজীবীরা। এ ঘটনায় শহরে উত্তেজনা বিরাজ করছে।
রাজধানীসহ দেশের সড়ক-মহাসড়কে ছিনতাই রোধে ট্রাফিক সার্জেন্টদের হালকা অস্ত্র দেওয়ার উদ্যোগ নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানিয়েছেন, পুলিশের জনবল সংকটের কারণে ট্রাফিক সার্জেন্টদের এই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে।
বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপে নিরাপত্তা নিশ্চিত করতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) ক্যামেরা ও বাইনোকোলারের মাধ্যমে মানুষের গতিবিধি পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন কমিশনার ড. নাজমুল করীম খান।