রোম থেকে আসা বিমানে বোমার হুমকি, তল্লাশিতে কিছুই পাওয়া যায়নি
রোম থেকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা ফ্লাইটে বোমার হুমকির পর তল্লাশি চালিয়ে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি। যাত্রী ও ক্রুরা নিরাপদে অবতরণ করেছেন।
শহীদ নূর হোসেন দিবসে গণতন্ত্রের সংগ্রামে শহীদ নূর হোসেনের আত্মত্যাগের স্মরণে ঢাকার গুলিস্তানে নূর হোসেন চত্বরে শ্রদ্ধা নিবেদন এবং রাজধানীতে উত্তপ্ত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আওয়ামী লীগের ঘোষিত মিছিল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ফ্যাসিবাদ বিরোধী এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে।
আজ শহীদ নূর হোসেন দিবস। গণতন্ত্রকামী মানুষের মনে অমর হয়ে থাকা নূর হোসেনের আত্মত্যাগের স্মরণে দেশের বিভিন্ন স্থানে শ্রদ্ধা নিবেদন ও কর্মসূচির আয়োজন করা হয়েছে। ১৯৮৭ সালের এই দিনে নূর হোসেনের বুকে ও পিঠে ‘স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক’ স্লোগান লেখা ঐতিহাসিক মিছিলের দৃশ্য এখনো গণতন্ত্রের প্রতি মানুষের অঙ্গীকারের প্রতীক হয়ে আছে।
আজ ঢাকার গুলিস্তানে অবস্থিত শহীদ নূর হোসেন চত্বরে বিভিন্ন সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে। গণতন্ত্র মঞ্চ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, গণসংহতি আন্দোলনসহ বিভিন্ন দল ও সংগঠন একত্রে নূর হোসেনের স্মৃতির প্রতি সম্মান জানায়।
অন্যদিকে, আওয়ামী লীগ তার ফেসবুক পেজে ঘোষণা দিয়ে আজ বিকাল তিনটায় গুলিস্তানে শহীদ নূর হোসেন চত্বরে নেতা-কর্মীদের উপস্থিতিতে একটি মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে। তবে এই ঘোষণা বিরোধী সংগঠনগুলোতে উত্তেজনা তৈরি করেছে। সরকারবিরোধী বিভিন্ন সংগঠন, বিশেষ করে শাহবাগ যুবদল ও পল্টন যুবদল, নূর হোসেন দিবস উপলক্ষে আওয়ামী লীগের মিছিলে প্রতিবাদ জানিয়ে রাজধানীতে বিক্ষোভ মিছিল করছে।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক ফেসবুক পোস্টে আওয়ামী লীগকে ফ্যাসিস্ট আখ্যা দিয়ে সতর্ক করেছেন, আইন প্রয়োগকারী সংস্থাগুলো আওয়ামী লীগের যেকোনো জমায়েত বা মিছিল কঠোরভাবে প্রতিহত করবে। তাছাড়া, আজ দুপুর ১২টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ফ্যাসিবাদ প্রতিরোধ মঞ্চের ব্যানারে জিরো পয়েন্টে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে। তাদের কর্মসূচির মূল শিরোনাম হলো “পতিত স্বৈরাচার আওয়ামী লীগের বিচারের দাবিতে গণজমায়েত।”
১৯৮৭ সালে স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনে নূর হোসেনের আত্মত্যাগ দেশজুড়ে গণতন্ত্রের জন্য জনগণের আকাঙ্ক্ষাকে জাগিয়ে তুলেছিল। এরই ধারাবাহিকতায় ১৯৯০ সালের ৬ ডিসেম্বর এরশাদের স্বৈরশাসনের অবসান ঘটে। একইসঙ্গে সাম্প্রতিককালের আন্দোলন ও বিরোধী কর্মসূচির ঘটনায় আবু সাঈদের মতো ছাত্রদের আত্মত্যাগ গণতন্ত্রের লড়াইয়ে নতুন প্রেরণা সৃষ্টি করেছে।
গণতন্ত্রের জন্য এত বছর পরেও নূর হোসেনের স্মৃতি গণতন্ত্রকামী মানুষের মনে অম্লান হয়ে আছে।
প্রভাত সময় ২৪
রোম থেকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা ফ্লাইটে বোমার হুমকির পর তল্লাশি চালিয়ে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি। যাত্রী ও ক্রুরা নিরাপদে অবতরণ করেছেন।
বোমা হামলার হুমকি পাওয়া রোম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৫৬ ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তল্লাশি চালাচ্ছে বোম্ব ডিসপোজাল ইউনিট। যাত্রীদের নিরাপদে সরিয়ে বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
পাকিস্তান সফর শেষে দেশে ফিরেছে বাংলাদেশের ৬ সদস্যের সামরিক প্রতিনিধিদল। লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানের নেতৃত্বে দলটি ১৩ থেকে ১৮ জানুয়ারি পাকিস্তান সফর করে। সফরে দুই দেশের সামরিক বাহিনীর পেশাগত ও প্রশিক্ষণ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে।