রোম থেকে আসা বিমানে বোমার হুমকি, তল্লাশিতে কিছুই পাওয়া যায়নি
রোম থেকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা ফ্লাইটে বোমার হুমকির পর তল্লাশি চালিয়ে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি। যাত্রী ও ক্রুরা নিরাপদে অবতরণ করেছেন।
ড. মুহাম্মদ ইউনূস সংস্কার ও নির্বাচন প্রস্তুতি একসঙ্গে চালিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন। জাতীয় সংলাপে দেশের রূপান্তর, অর্থনৈতিক মুক্তি, ও বৈষম্যহীন সমাজ গঠনের বিষয়ে আলোচনা হয়।
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সংস্কার ও নির্বাচন প্রস্তুতি একই সঙ্গে পরিচালিত হতে হবে। এই দুই প্রক্রিয়ার সমন্বয়ে দেশের কাঙ্ক্ষিত রূপান্তর সহজতর হবে। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ (এফবিএস) আয়োজিত দুই দিনব্যাপী জাতীয় সংলাপের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
ড. ইউনূস বলেন, “সংস্কার প্রশ্নে ঐকমত্য ছাড়া আমাদের সামনে এগোনোর কোনো বিকল্প নেই। নতুন বাংলাদেশ গঠনের পথে আমরা ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মাধ্যমে প্রবেশ করেছি। আমাদের মূল লক্ষ্য নাগরিকদের অর্থনৈতিক মুক্তি ও বৈষম্যহীন একটি সমাজ প্রতিষ্ঠা। এ লক্ষ্য অর্জনে সব শ্রেণির মানুষের সৃজনশীলতা ও উদ্যোগে বাধাহীন পরিবেশ তৈরি করতে হবে।”
গণঅভ্যুত্থানে নিহতদের অবদান স্মরণ করে তিনি বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ জাতি কখনো ভুলবে না। তাঁদের ত্যাগ আমাদের জন্য রূপান্তরের দরজা খুলে দিয়েছে। এখন আমাদের ঐক্যবদ্ধভাবে এ রূপান্তর সম্পন্ন করতে হবে।”
এই সংলাপে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক ও অর্থনীতিবিদ ড. মুশতাক হুসাইন খান। সমাপনী বক্তব্য রাখবেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান ড. আলী রীয়াজ। অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের সাতজন উপদেষ্টা, ২০টি রাজনৈতিক দলের প্রতিনিধি, নাগরিক সমাজের বিশিষ্টজন এবং বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃস্থানীয় ব্যক্তিরা অংশগ্রহণ করেছেন।
দুই দিনব্যাপী এই সংলাপের মূল উদ্দেশ্য ছিল ‘ঐক্য, সংস্কার ও নির্বাচন’ বিষয়ে জাতীয় পর্যায়ে আলোচনা ও পরবর্তী করণীয় নির্ধারণ। সমাপ্তি অনুষ্ঠানে একটি ঘোষণাপত্র প্রকাশ করা হবে বলে আয়োজকেরা জানিয়েছেন।
প্রভাত সময় ২৪
রোম থেকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা ফ্লাইটে বোমার হুমকির পর তল্লাশি চালিয়ে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি। যাত্রী ও ক্রুরা নিরাপদে অবতরণ করেছেন।
বোমা হামলার হুমকি পাওয়া রোম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৫৬ ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তল্লাশি চালাচ্ছে বোম্ব ডিসপোজাল ইউনিট। যাত্রীদের নিরাপদে সরিয়ে বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
পাকিস্তান সফর শেষে দেশে ফিরেছে বাংলাদেশের ৬ সদস্যের সামরিক প্রতিনিধিদল। লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানের নেতৃত্বে দলটি ১৩ থেকে ১৮ জানুয়ারি পাকিস্তান সফর করে। সফরে দুই দেশের সামরিক বাহিনীর পেশাগত ও প্রশিক্ষণ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে।