যৌতুক না পেয়ে শ্যালকের বউ নিয়ে গেল দুলাভাই
ফরিদপুরের নগরকান্দায় যৌতুক না পেয়ে শ্যালকের স্ত্রীকে বিয়ে করার অভিযোগ উঠেছে জার্মান প্রবাসী বাবুল হোসেন মোল্যার বিরুদ্ধে।
যশোরের মনিরামপুরে পরকীয়ার জেরে ব্যবসায়ী জহিরুল ইসলাম হত্যায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। শনিবার রাতে শ্যামনগর গ্রামে অভিযান চালিয়ে আসামিদের আটক করা হয় এবং হত্যায় ব্যবহৃত কুড়ালসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়। পরকীয়ার সম্পর্কের জের ধরে শফিকুল ইসলাম ও তার সহযোগীরা পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটায়।
যশোরের মনিরামপুরে ব্যবসায়ী জহিরুল ইসলাম হত্যার ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। শনিবার (১৪ ডিসেম্বর) রাতে মনিরামপুরের শ্যামনগর গ্রামে অভিযান চালিয়ে আসামিদের আটক করা হয়। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো কুড়াল, মোটরসাইকেল এবং আসামিদের ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আসামিরা হলেন শ্যামনগর গ্রামের শফিকুল ইসলাম (৪৩), মামুন হোসেন (২৩) এবং মর্জিনা বেগম (৩৩)। ডিবি পুলিশ জানায়, পরকীয়ার জেরে প্রতিশোধ নিতে শফিকুল ও তার সহযোগী মামুন মিলে ১০ ডিসেম্বর রাত সাড়ে ৮টায় ধারালো কুড়াল দিয়ে জহিরুলকে হত্যা করে। মর্জিনা বেগমকেও জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে রাখা হয়েছে।
হত্যাকাণ্ডের তদন্তে প্রাথমিক তথ্য অনুযায়ী, নিহত জহিরুলের সঙ্গে মর্জিনা বেগমের সম্পর্ক ছিল। বিষয়টি শফিকুল জানতে পেরে প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করে। আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান।
প্রভাত সময় ২৪
ফরিদপুরের নগরকান্দায় যৌতুক না পেয়ে শ্যালকের স্ত্রীকে বিয়ে করার অভিযোগ উঠেছে জার্মান প্রবাসী বাবুল হোসেন মোল্যার বিরুদ্ধে।
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় জমি বিক্রির টাকার বিরোধের জেরে ছেলের দা-কুপে বাবা বিনোদ বিহারী মজুমদার নিহত হয়েছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত খোকন মজুমদার পলাতক।
পঞ্চগড়ে ঘন কুয়াশা ও উত্তর দিক থেকে বয়ে আসা হিমেল বাতাসে জনজীবন বিপর্যস্ত। তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।