বগুড়ার শেরপুরে ট্রাকের ধাক্কায় দুইজন নিহত, আহত ২১
বগুড়ার শেরপুরে ট্রাকের ধাক্কায় এক পথচারীসহ দুজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ২১ জন। দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছেন।
যশোরের মনিরামপুরে পরকীয়ার জেরে ব্যবসায়ী জহিরুল ইসলাম হত্যায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। শনিবার রাতে শ্যামনগর গ্রামে অভিযান চালিয়ে আসামিদের আটক করা হয় এবং হত্যায় ব্যবহৃত কুড়ালসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়। পরকীয়ার সম্পর্কের জের ধরে শফিকুল ইসলাম ও তার সহযোগীরা পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটায়।
যশোরের মনিরামপুরে ব্যবসায়ী জহিরুল ইসলাম হত্যার ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। শনিবার (১৪ ডিসেম্বর) রাতে মনিরামপুরের শ্যামনগর গ্রামে অভিযান চালিয়ে আসামিদের আটক করা হয়। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো কুড়াল, মোটরসাইকেল এবং আসামিদের ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আসামিরা হলেন শ্যামনগর গ্রামের শফিকুল ইসলাম (৪৩), মামুন হোসেন (২৩) এবং মর্জিনা বেগম (৩৩)। ডিবি পুলিশ জানায়, পরকীয়ার জেরে প্রতিশোধ নিতে শফিকুল ও তার সহযোগী মামুন মিলে ১০ ডিসেম্বর রাত সাড়ে ৮টায় ধারালো কুড়াল দিয়ে জহিরুলকে হত্যা করে। মর্জিনা বেগমকেও জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে রাখা হয়েছে।
হত্যাকাণ্ডের তদন্তে প্রাথমিক তথ্য অনুযায়ী, নিহত জহিরুলের সঙ্গে মর্জিনা বেগমের সম্পর্ক ছিল। বিষয়টি শফিকুল জানতে পেরে প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করে। আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান।
প্রভাত সময় ২৪
বগুড়ার শেরপুরে ট্রাকের ধাক্কায় এক পথচারীসহ দুজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ২১ জন। দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছেন।
ঢাকায় জুলাই আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ হওয়া এক ব্যক্তির মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় মূলহোতা সিফাত মুন্সিকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। ভুক্তভোগী বাদী হয়ে মামলা দায়েরের পর দ্রুত অভিযানে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।
রাজধানীর মোহাম্মদপুর থেকে নিখোঁজ স্কুলছাত্রী আরাবি ইসলাম সুবাকে নওগাঁয় দেখা গেছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি সেখান থেকে সরে যান। পুলিশ এখনো তাকে উদ্ধার করতে পারেনি।