• 23 Jan, 2025

বাড্ডায় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার: আত্মহত্যার রহস্য উন্মোচনে পুলিশ তদন্ত শুরু

বাড্ডায় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার: আত্মহত্যার রহস্য উন্মোচনে পুলিশ তদন্ত শুরু

বাড্ডার আব্দুল্লাহবাগ এলাকায় একটি বাসার ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রাকিবা নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের সদস্যদের জানান, কিশোরীটি ঘরের দরজা বন্ধ করে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। পুলিশ ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানার চেষ্টা করছে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে বাড্ডার আব্দুল্লাহবাগ এলাকা থেকে একটি বাসার ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রাকিবা নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

রাকিবা বরিশালের হিজলা উপজেলার হরিনাথপুর গ্রামের রফিক হাওলাদারের মেয়ে। বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) ফাতেমা সিদ্দিকা সোমা জানান, পরিবারের সদস্যদের কাছ থেকে জানা গেছে, কিশোরীটি ঘরের দরজা বন্ধ করে গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছে। তবে কি কারণে সে আত্মহত্যা করেছে, সে বিষয়ে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানানো হয়েছে।

এ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ, এবং আত্মহত্যার কারণ খুঁজে বের করতে আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে

নিউজ ডেস্ক

প্রভাত সময় ২৪