ঢাকা বিমানবন্দরে ৩১ বোতল বিদেশি মদ ও ক্রিম উদ্ধার
ঢাকা বিমানবন্দরে ডগ স্কোয়াডের মাধ্যমে ৩১ বোতল বিদেশি মদ ও ৩ কেজি গোরি ক্রিম উদ্ধার করা হয়েছে। মালিক অজ্ঞাত থাকায় মালামাল কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাড্ডার আব্দুল্লাহবাগ এলাকায় একটি বাসার ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রাকিবা নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের সদস্যদের জানান, কিশোরীটি ঘরের দরজা বন্ধ করে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। পুলিশ ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানার চেষ্টা করছে।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে বাড্ডার আব্দুল্লাহবাগ এলাকা থেকে একটি বাসার ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রাকিবা নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
রাকিবা বরিশালের হিজলা উপজেলার হরিনাথপুর গ্রামের রফিক হাওলাদারের মেয়ে। বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) ফাতেমা সিদ্দিকা সোমা জানান, পরিবারের সদস্যদের কাছ থেকে জানা গেছে, কিশোরীটি ঘরের দরজা বন্ধ করে গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছে। তবে কি কারণে সে আত্মহত্যা করেছে, সে বিষয়ে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানানো হয়েছে।
এ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ, এবং আত্মহত্যার কারণ খুঁজে বের করতে আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে ।
প্রভাত সময় ২৪
ঢাকা বিমানবন্দরে ডগ স্কোয়াডের মাধ্যমে ৩১ বোতল বিদেশি মদ ও ৩ কেজি গোরি ক্রিম উদ্ধার করা হয়েছে। মালিক অজ্ঞাত থাকায় মালামাল কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে।
ম্যাটস শিক্ষার্থীরা শাহবাগে সড়ক অবরোধ করে তাদের ৪ দফা দাবিতে বিক্ষোভ করেছেন। তাদের দাবিগুলোর মধ্যে নিয়োগ, ইন্টার্নশিপ চালু, কোর্স কারিকুলাম সংশোধন এবং উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টির আহ্বান জানানো হয়েছে।
গাজীপুরের কোনাবাড়ীতে একটি ঝুটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাত ৯টার দিকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।