• 23 Jan, 2025

ঢাকার কুড়িল বিশ্বরোডে বিআরটিসির একটি দ্বিতল বাসে শুক্রবার দুপুরে আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

FB_IMG_1731059702866
ছবিঃ সংগৃহীত


 


ঢাকার কুড়িল বিশ্বরোডে বিআরটিসির একটি দ্বিতল বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুর ১টা ৪০ মিনিটের দিকে এই আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার পরপরই কুর্মিটোলা ফায়ার স্টেশন থেকে দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, কুড়িল বিশ্বরোডে আগুন লাগার সংবাদ পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে গিয়ে ২টা ৮ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি এবং কেউ হতাহত হয়েছে কি না, সে বিষয়ে কোনো তথ্য নিশ্চিত করতে পারেননি তিনি।

খিলক্ষেত থানার উপ-পরিদর্শক (এসআই) শাহজাহান সাংবাদিকদের জানান, ঘটনাস্থলে উপস্থিত থেকে তারা আগুনের সূত্রপাত জানার চেষ্টা করছেন এবং এ বিষয়ে স্থানীয়দের কাছে তথ্য নিচ্ছেন।

নিউজ ডেস্ক

প্রভাত সময় ২৪