বগুড়ার শেরপুরে ট্রাকের ধাক্কায় দুইজন নিহত, আহত ২১
বগুড়ার শেরপুরে ট্রাকের ধাক্কায় এক পথচারীসহ দুজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ২১ জন। দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছেন।
ঢাকার কুড়িল বিশ্বরোডে বিআরটিসির একটি দ্বিতল বাসে শুক্রবার দুপুরে আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ঢাকার কুড়িল বিশ্বরোডে বিআরটিসির একটি দ্বিতল বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুর ১টা ৪০ মিনিটের দিকে এই আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার পরপরই কুর্মিটোলা ফায়ার স্টেশন থেকে দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, কুড়িল বিশ্বরোডে আগুন লাগার সংবাদ পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে গিয়ে ২টা ৮ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি এবং কেউ হতাহত হয়েছে কি না, সে বিষয়ে কোনো তথ্য নিশ্চিত করতে পারেননি তিনি।
খিলক্ষেত থানার উপ-পরিদর্শক (এসআই) শাহজাহান সাংবাদিকদের জানান, ঘটনাস্থলে উপস্থিত থেকে তারা আগুনের সূত্রপাত জানার চেষ্টা করছেন এবং এ বিষয়ে স্থানীয়দের কাছে তথ্য নিচ্ছেন।
প্রভাত সময় ২৪
বগুড়ার শেরপুরে ট্রাকের ধাক্কায় এক পথচারীসহ দুজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ২১ জন। দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছেন।
ঢাকায় জুলাই আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ হওয়া এক ব্যক্তির মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় মূলহোতা সিফাত মুন্সিকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। ভুক্তভোগী বাদী হয়ে মামলা দায়েরের পর দ্রুত অভিযানে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।
রাজধানীর মোহাম্মদপুর থেকে নিখোঁজ স্কুলছাত্রী আরাবি ইসলাম সুবাকে নওগাঁয় দেখা গেছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি সেখান থেকে সরে যান। পুলিশ এখনো তাকে উদ্ধার করতে পারেনি।