• 23 Jan, 2025

ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুক্তিযোদ্ধা কোটায় ভর্তির সুযোগ শুধুমাত্র সন্তানদের

ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুক্তিযোদ্ধা কোটায় ভর্তির সুযোগ শুধুমাত্র সন্তানদের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে মুক্তিযোদ্ধা কোটায় শুধুমাত্র সন্তানরা সুযোগ পাবেন। পাশাপাশি বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখ ১৫ ফেব্রুয়ারি নির্ধারণ এবং আবেদন সময়সীমা ২৭ নভেম্বর পর্যন্ত বর্ধিত করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটার আওতায় শুধুমাত্র মুক্তিযোদ্ধাদের সন্তানরা সুযোগ পাবেন। নাতি-নাতনিরা এই কোটার জন্য আর বিবেচিত হবেন না। রোববার (২৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শাসম উদ্দিন আহম্মদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন সিদ্ধান্তের কারণ ও প্রেক্ষাপট 
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দেওয়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগের ভর্তি বিজ্ঞপ্তির সংশোধন হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে মুক্তিযোদ্ধা কোটায় শুধু মুক্তিযোদ্ধাদের সন্তানরা সুযোগ পাবেন। মুক্তিযোদ্ধাদের নাতি-নাতনিরা আর এই কোটায় ভর্তির জন্য বিবেচিত হবেন না।

ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন ও আবেদন সময়সীমা বৃদ্ধি 
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা পূর্ব নির্ধারিত ১ ফেব্রুয়ারির পরিবর্তে ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এছাড়া ভর্তির আবেদন গ্রহণের সময়সীমাও বৃদ্ধি করা হয়েছে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর থেকে বাড়িয়ে ২৭ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

বাকি নিয়ম অপরিবর্তিত 
ভর্তি প্রক্রিয়ার অন্যান্য নিয়ম ও শর্ত অপরিবর্তিত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির ওয়েবসাইটের নোটিশ ট্যাবে পাওয়া যাবে।

নিউজ ডেস্ক

প্রভাত সময় ২৪