• 03 Feb, 2025

সালমান এফ রহমান ও সাবেক আইজিপি মামুন তিন দিনের রিমান্ডে

সালমান এফ রহমান ও সাবেক আইজিপি মামুন তিন দিনের রিমান্ডে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আসিফ হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আসিফ হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২৯ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম আজহারুল ইসলাম শুনানি শেষে এই আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা, সিআইডির পুলিশ পরিদর্শক মোহাম্মদ আলতাফ হোসাইন আসামিদের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। তবে আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিলের আবেদন করেন। রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তথ্য অনুযায়ী, গত ১৯ জুলাই রাজধানীর মিরপুর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আসিফ। সন্ধ্যা সাড়ে সাতটায় আসামিদের ছোড়া গুলিতে আহত হয়ে তিনি হাসপাতালে ভর্তি হন এবং চিকিৎসাধীন অবস্থায় পরদিন মৃত্যুবরণ করেন। এ ঘটনায় ১ নভেম্বর মিরপুর থানায় ২২ জনকে আসামি করে হত্যা মামলা করা হয়, যেখানে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ৪ নম্বর ও সালমান এফ রহমান ৭ নম্বর এজাহারভুক্ত আসামি। এ মামলায় তদন্ত চলছে, এবং সংশ্লিষ্টদের আইনি প্রক্রিয়ার আওতায় আনার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে বলে জানা গেছে।

নিউজ ডেস্ক

প্রভাত সময় ২৪