নারায়ণগঞ্জে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙলেন বিএনপিপন্থি আইনজীবীরা
নারায়ণগঞ্জে জেলা প্রশাসন, পুলিশ সুপার ও জেলা জজ আদালতের সামনে থাকা বঙ্গবন্ধুর তিনটি ম্যুরাল ভেঙে ফেলেছেন বিএনপিপন্থি আইনজীবীরা। এ ঘটনায় শহরে উত্তেজনা বিরাজ করছে।
কেরানীগঞ্জের রূপালী ব্যাংকে ডাকাতির চেষ্টার সময় খেলনা পিস্তল ও চাকু নিয়ে প্রবেশ করে ডাকাতদল। স্থানীয় জনগণ ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রচেষ্টায় সন্ধ্যায় তারা আত্মসমর্পণ করে।
রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জের জিঞ্জিরায় রূপালী ব্যাংকের শাখায় ডাকাতি চেষ্টায় ব্যবহৃত পিস্তলগুলো খেলনার ছিল বলে নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব আল হাসান বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি জানান, উদ্ধার করা অস্ত্রগুলোর মধ্যে ৪টি খেলনা পিস্তল, ২টি চাকু এবং একটি ড্রিল মেশিন পাওয়া গেছে। আটক ডাকাতদের থানায় এনে জিজ্ঞাসাবাদ চলছে।
ডাকাতির ঘটনাটি ঘটে বৃহস্পতিবার দুপুর ২টার দিকে। স্থানীয় মসজিদের মাইক থেকে খবর প্রচার করা হলে আশপাশের কয়েকশ মানুষ ব্যাংকের শাখাটি ঘিরে ফেলেন এবং বাইরে থেকে তালা লাগিয়ে দেন। পরে পুলিশ, র্যাব, ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে ব্যাংকটি ঘিরে রাখে।
অন্যদিকে, ঘটনাস্থলে ভিড় জমায় উৎসুক জনতা। নিরাপত্তার স্বার্থে ব্যাংকের পাশে মূল সড়কে যান চলাচল সাময়িক বন্ধ রাখা হয়। মসজিদের মাইক ব্যবহার করে ডাকাত দলকে আত্মসমর্পণের আহ্বান জানানো হয়। দীর্ঘ সময় ধরে চলা প্রচেষ্টার পর সন্ধ্যার দিকে ডাকাতদল আত্মসমর্পণ করে।
এই ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর তাৎক্ষণিক পদক্ষেপ ও স্থানীয় জনসাধারণের উদ্যোগকে প্রশংসা করা হচ্ছে। তবে, খেলনা অস্ত্রের ব্যবহার ভবিষ্যতে আরও সচেতনতা বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরেছে।
প্রভাত সময় ২৪
নারায়ণগঞ্জে জেলা প্রশাসন, পুলিশ সুপার ও জেলা জজ আদালতের সামনে থাকা বঙ্গবন্ধুর তিনটি ম্যুরাল ভেঙে ফেলেছেন বিএনপিপন্থি আইনজীবীরা। এ ঘটনায় শহরে উত্তেজনা বিরাজ করছে।
রাজধানীসহ দেশের সড়ক-মহাসড়কে ছিনতাই রোধে ট্রাফিক সার্জেন্টদের হালকা অস্ত্র দেওয়ার উদ্যোগ নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানিয়েছেন, পুলিশের জনবল সংকটের কারণে ট্রাফিক সার্জেন্টদের এই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে।
বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপে নিরাপত্তা নিশ্চিত করতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) ক্যামেরা ও বাইনোকোলারের মাধ্যমে মানুষের গতিবিধি পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন কমিশনার ড. নাজমুল করীম খান।